Connect with us
ফুটবল

কোয়ার্টারে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর, ব্রাজিল পাচ্ছে কাকে?

Brazil__Argentina
আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দল। ছবি- সংগৃহীত

চলমান কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। টানা তিন জয়ে গ্রুপ-এ এর শীর্ষস্থানে থেকে নকআউট পর্বে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ আটে তাদের প্রতিপক্ষ ইকুয়েডর। আর লাতিনের আরেক পরাশক্তি ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল এখনও নিশ্চিত হয়নি। তবে কোয়ার্টারে উঠলে প্রতিপক্ষ হিসেবে কাকে পাবে সেলেসাওরা?

ব্রাজিলের কোপার শুরুটা আর্জেন্টিনার মতো দুর্দান্ত হয়নি। নিজেদের প্রথম ম্যাচেই মধ্যম সারির দল কোস্টারিকার বিরুদ্ধে গোলশূন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে সেলেসাওরা। অবশ্য দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে শক্তিমত্তার জানান দিয়েছে দরিভাল জুনিয়রের শিষ্যরা।

দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে রয়েছে ব্রাজিল। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ টানা দুই জয়ে শীর্ষে থাকা শক্তিশালী কলম্বিয়া। এ ম্যাচে ড্র করতে পারলেই শেষ আট নিশ্চিত হবে ব্রাজিলের।

আরও পড়ুন:

» প্যারিস অলিম্পিকে দৌড়াবেন দেশের দ্রুততম মানব ইমরানুর

» কোপা আমেরিকার ইতিহাসে আর্জেন্টিনার যত শিরোপা জয় 

কলম্বিয়ার বিপক্ষে জয় পেলে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে কোয়ার্টারে উঠবে ব্রাজিল। এক্ষেত্রে তারা প্রতিপক্ষ হিসেবে পাবে গ্রুপ-সি এর রানার্সআপ দলকে। এতে তাদের প্রতিপক্ষ হবে যুক্তরাষ্ট্র অথবা পানামা। আর ড্র করে গ্রুপ রানার্সআপ হয়ে পরের রাউন্ডে উঠলে প্রতিপক্ষ হিসেবে পাবে শক্তিশালী উরুগুয়েকে।

তবে কলম্বিয়ার বিপক্ষে হারলেও কোয়ার্টারে উঠতে পারবে ব্রাজিল। সেক্ষেত্রে কোস্টারিকা ও প্যারাগুয়ে ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে সেলেসাওদের। দুই ম্যাচে ১ পয়েন্ট পাওয়া কোস্টারিকার শেষ আট নিশ্চিতে প্যারাগুয়েকে কমপক্ষে ৪-০ গোলে হারাতে হবে। তাহলে পয়েন্ট সমান হওয়া সত্ত্বেও গোল ব্যবধানে এগিয়ে থেকে শেষ আট নিশ্চিত করতে পারবে তারা। কিন্তু এর চেয়ে কম গোলের ব্যবধানে জয় পেলেও ব্রাজিলই পরের রাউন্ডে উঠেবে।

আগামী বুধবার (৩ জুলাই) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার মোকাবিলা করবে ব্রাজিল। বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি।

ক্রিফোস্পোর্টস/১জুলাই২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল