গতকাল শুক্রবার সকালেই ইকুয়েডরকে হারিয়ে চলতি কোপার প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। এদিন টাইব্রেকারে এমিলিয়ানো মার্টিনেজের নৈপুণ্যে প্রতিপক্ষকে ৪-২ গোলে পরাজিত করে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। সবার আগে সেমির টিকিট কাটলেও প্রশ্ন ছিল- কারা হবেন শেষ চারে আলবিসিলেস্তেদের প্রতিপক্ষ?
এবার জানা গেল সে প্রশ্নের উত্তর। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল থেকে বিজয়ী দল সেমিফাইনালে খেলবে লিওনেল মেসিদের বিপক্ষে। আজ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলার মুখোমুখি হয়েছিল কানাডা। যেখানে টাইব্রেকারে ইতিহাস গড়ে ভেনেজুয়েলাকে পরাজিত করেছে প্রথমবারের মতো কোপা আমেরিকা খেলতে আসা কানাডা।
এদিন নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ গোলের সমতায়। ম্যাচে দুদল লড়াই করেছে সমানে সমান। টাইব্রেকারের প্রথম পাঁচ শটে সমান তিনটি করে লক্ষ্যভেদ করে উভয় দলের ফুটবলাররা। এরপর ষষ্ঠ পেনাল্টিতে উইলকার এঞ্জেলের শট ঠেকিয়ে দেন কানাডার গোলকিপার ম্যাক্সিম ক্রিপিউ। এতে গোল করতে পারলেই সেমি নিশ্চিত হবে এমন সমীকরণে কানাডার হয়ে লক্ষ্যভেদ করেন ইসমাইল কোনে।
এর আগে টাইব্রেকারের দ্বিতীয় ও চতুর্থ পেনাল্টি মিস করেন উভয় দলের চার ফুটবলার। নির্ধারিত সময়ের খেলায় জাকোব শেফালবার্গের গোলে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল কানাডা। অবশ্য দ্বিতীয়ার্ধেই সেলেমন রনডনের গোলে সমতা ফিরে পায় ভেনেজুয়েলা। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-৩ গোলে জয় পেয়েছে কানাডা। অবশ্য ইউরো ইতিহাসের প্রথম আসরেই সেমিফাইনাল নিশ্চিত এটি প্রথম নয়, ২০০১ সালে এই নজির গড়েছিল হন্ডুরাস।
কোয়ার্টার ফাইনালের বাধা পেরোতে পারলেও কানাডার জন্যে বেশ কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে সেমিফাইনালে। যেখানে তারা মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ও টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। এর আগে গ্রুপ পর্বেও দেখা হয়েছিল দুদলের। যেখানে কানাডাকে ২-০ গোলে পরাজিত করেছিল লিওনেল মেসির দল। আগামী বুধবার (১০ জুলাই) ভোরে সেমিফাইনাল ম্যাচে ফের মুখোমুখি হবে এই দুদল।
আরও পড়ুন: রোনালদোর পর্তুগালকে হতাশ করে ইউরোর সেমিতে ফ্রান্স
ক্রিফোস্পোর্টস/৬জুলাই২৪/এফএএস