কোপা আমেরিকা ফুটসাল টুর্নামেন্টে দুর্দান্ত খেলছে আর্জেন্টিনা। এবার ফুটসাল বিশ্বকাপে অংশগ্রহণও নিশ্চিত হয়েছে আলবি সেলেস্তদের।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) উরুগুয়েকে হারিয়ে ফিফা ফুটসাল বিশ্বকাপ-২০২৪ এ পা দিয়েছে আর্জেন্টিনা।
ম্যাচটিতে ২-০ গোলে জয় পেয়েছে আকাশি-নীলরা। এদিন উরুগুয়ের বিপক্ষে শুরুতে আক্রমণাত্মক খেললেও গোলের দেখা পায়নি মাতিয়াসের দল। অপরদিকে বেশ কিছু আক্রমণ প্রতিহত করে উরুগুয়ের হয়ে প্রতিরোধের দেওয়াল হয়েছেন গোলরক্ষক ম্যাথিয়াস ফার্নান্দেজ। এতে দুদলই গোলশূন্য থেকে প্রথমার্ধ শেষ করে।
তবে আর্জেন্টাইন ভক্তদের অপেক্ষায় না রেখে প্রথম গোলের দেখা পায় দলটি। লুকাস ত্রিপোদির জোরালো শট থেকে দলের লিড আসে। ১-০ তে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় গোলের দেখা পেতে এবার দীর্ঘ অপেক্ষা করতে হয় আর্জেন্টিনার। ম্যাচের শেষ মুহূর্তে মাঝ মাঠ থেকে গোল করে আর্জেন্টিনার ২-০ গোলের জয় নিশ্চিত করেন পাবলো তাবুর্দা।
উল্লেখ্য, ২৪ দলের অংশ গ্রহণে উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে এবারের ফিফা ফুটসাল বিশ্বকাপ-২০২৪।
আরও পড়ুন: অলিম্পিকের টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তায় ব্রাজিল-আর্জেন্টিনা
ক্রিফোস্পোর্টস/৭ ফেব্রুয়ারি২৪/এসএ