Connect with us
ফুটবল

আগুয়েরোর রেকর্ড ভাঙলেন আর্জেন্টিনার বিস্ময়বালক অ্যাপোলিনো

Mateo Apollonio
মাতেও অ্যাপোলিনো। ছবি- সংগৃহীত

আর্জেন্টিনার নতুন বিস্ময়বালক মাতেও অ্যাপোলিনো। সম্প্রতি ১৪ বছর বয়সী এই মিডফিল্ডার সাবেক আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোর গড়া দেশটির প্রথম শ্রেণির ফুটবলে একটি রেকর্ড ভেঙে দিয়েছেন। এটি এমন এক কীর্তি যেটা যে কো ফুটবলারের জীবনে সবচেয়ে কাঙ্ক্ষিত এক মুহূর্ত। সেটাই আজ বাস্তবে ধরা দিয়েছে আর্জেন্টাইন ক্লাব দেপোর্তিভো রিয়েস্ত্রায় খেলা এই কিশোরের কাছে।

সবে ১৪ বছরে পা অ্যাপোলিনোকে দেশটির অন্যতম সম্ভাবনাময় তরুণ হিসেবে বিবেচনা করা হয়। বয়সের মত চেহারায় এখনও কৈশোরের ছাপ স্পষ্ট। কিন্তু সেই কিশোরই গতকাল সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে দেশটির প্রথম শ্রেণির লিগে অভিষেক হওয়ার রেকর্ড গড়েছেন। ভেঙে দিয়েছেন ২১ বছর আগে আর্জেন্টিনার সাবেক তারকা স্ট্রাইকার সার্জিও আগুয়েরোর মাত্র ১৫ বছর ৩৩ দিনে অভিষেক করার রেকর্ড।

আগুয়েরো এই কীর্তি গড়েছিলেন ২০০৩ সালের ৫ জুলাই ইন্দিপিয়েন্তের হয়ে। গতকাল প্রায় ২১ বছর পর এই রেকর্ড নিজের করে নিলেন অ্যাপোলিনো। কোপা আর্জেন্টিনার ম্যাচে নিউওয়েল’স ওল্ড বয়েজের বিপক্ষে গতকাল প্রথম শ্রেণির ফুটবলে খেলার ৮৪ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন এই মিডফিল্ডার। তখন তার বয়স ছিল ১৪ বছর ২৯ দিন। এর মধ্য দিয়েই নতুন করে ইতিহাস লেখেন এই টিনএজার।

যদিও মাঠে নামার সময় তার দল দেপোর্তিভো রিয়েস্ত্রা ০-১ ব্যবধানে পিছিয়ে ছিল। ম্যাচ শেষেও ফলাফলে কোন পরিবর্তন না আসায় জয় দিয়ে মুহূর্তটা আরও রঙিন করা সম্ভব হয়নি। এরপরও দুই দশকের বেশি পুরোনো রেকর্ড নিজের করে নেওয়াটাও কম স্মরণীয় নয় এই বিস্ময়বালকের জন্য। আগুয়েরোর চেয়েও ১ বছর ৪ দিন কম সময়ে রেকর্ডে নিজের নাম বসিয়েছেন এই মিডফিল্ডার।

ম্যাচ শেষে অ্যাপোলিনো বলেন, ‘আমি তখন আমার বেড রুমে ছিলাম। হঠাৎ মায়ের কল পেলাম, ওপাশ থেকে কান্না জড়ানো কণ্ঠে বাবা বলছিলেন তুমি প্রথম শ্রেণির স্কোয়াডে ডাক পেয়েছ। এই অনুভূতি বলে বোঝানো সম্ভব না। এটা আমার সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে।’

আরও পড়ুন: প্লে-অফ নিশ্চিতে ধোনি-কোহলিদের সামনে কেমন সমীকরণ? 

ক্রিফোস্পোর্টস/১৭মে২৪/এমএস/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল