টানা চারটি জয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা আর্জেন্টিনা আজ সেমিফাইনালে ওঠার অপেক্ষায় রয়েছে। আজ জিতলেই ফুটসাল বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে আলবাসিলেস্তারা। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কাজাখস্তান।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা-কাজাখস্তান। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো আরিনা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
উজবেকিস্তানে চলমান ফুটসাল বিশ্বকাপ দেখতে মুখিয়ে আছেন আর্জেন্টিনার সমর্থকরা।কোয়ার্টার ফাইনালের এই খেলাটি সরাসরি দেখাচ্ছে ফিফা প্লাস। বাংলাদেশ সহ পুরো বিশ্বে ব্রাজিলের সমর্থকরা ম্যাচটি সেখানে বিনামূল্যে দেখতে পাবে।
আরও পড়ুন:
» আইপিএলে খেলোয়াড় ধরে রাখার নিয়ম জানালো বিসিসিআই
» ১৫ মাসের অপেক্ষা ঘুচিয়ে সেঞ্চুরি এলো মুমিনুলের ব্যাটে
এবারের আসরের সুপার সিক্সটিনের ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে সাদা-আকাশীরা।এই হারে আসর থেকে বিদায় নেয় ক্রোয়েশিয়া। অন্যদিকে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে জায়গা করে নেয় কাজাখস্তান।
এর আগে গ্রুপপর্বের তিন ম্যাচেও জিতেছিল আর্জেন্টাইনরা। গ্রুপ ‘সি’ থেকে ইউক্রেনের জালে ৭ গোল দিয়ে আসর শুরু। এরপর আফগানিস্তানের বিরুদ্ধে ২-১ গোলে জয়। আর শেষ ম্যাচে অ্যাঙ্গোলাকে ৯-৫ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপসেরা হয়ে পরের রাউন্ডে ওঠে দলটি।
আর গ্রুপ ডি থেকে স্পেনের বিরুদ্ধে ১-১ গোলে ড্র দিয়ে আসর শুরুর পর লিবিয়াকে ৪-১ ও নিউজিল্যান্ডকে ১০-০ গোলে হারিয়েছিলো কাজাখরা।
ক্রিফোস্পোর্টস/৩০সেপ্টেম্বর২৪/এজে