Connect with us
ফুটবল

রোমেরো-মলিনাদের অনুপস্থিতিতে যে দল নিয়ে খেলবে আর্জেন্টিনা

Argentina's squad in Romero-Molina's absence
বছরের শেষ ম্যাচে রোমেরো-মলিনাকে পাচ্ছে না আর্জেন্টিনা। ছবি- সংগৃহীত

বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটির হঠাৎ করেই হয়েছে ছন্দপতন। এবার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে দলটির ইনজুরি সমস্যা। একই দলের ৬ জনই আক্রান্ত হয়েছেন ইনজুরিতে। যেখানে সর্বশেষ নাম লিখিয়েছেন ক্রিশ্চিয়ান রোমেরো।

আগামীকাল (বুধবার) ঘরের মাঠে পেরুকে আতিথ্য দিবে আর্জেন্টিনা। বুয়েন্স আইরেস লা বোম্বানেরো স্টেডিয়ামে ভোর ৬ টায় মুখোমুখি হবে দুই দল। তবে আর্জেন্টিনা দলের বড় বাঁধা ইনজুরি সমস্যা। ইতোমধ্যে কোচ লিওনেল স্কালোনি দলের সেরা একাদশ বাছাই করতে সকলকে ঘুরিয়ে ফিরিয়ে অনুশীলন করিয়েছে।

পেরুর বিপক্ষে কেমন একাদশ হবে সেটা নিয়ে এখন পর্যন্ত গণমাধ্যমকে কিছু বলেননি কোচ স্কালোনি। তবে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে, দলে দুই পরিবর্তন আসতে চলেছে। নাহুয়েল মলিনার জায়গায় দলে আসবে গঞ্জালো মন্তিয়েল এবং ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোর পরিবর্তে দেখা যাবে নিকোলাস বালের্দিকে।

আরও পড়ুন:

» ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, ম্যাচ দেখবেন যেভাবে

» পর্তুগালকে রুখে দিয়ে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া 

প্যারাগুয়ের বিপক্ষে খেলা ম্যাচের পর একে একে ৬ জন খেলোয়াড় ইনজুরিতে পড়েছে আর্জেন্টিনার। চোটে জর্জরিত দলটি থেকে সবশেষে ছিটকে গেছেন ডিফেন্ডার নাহুয়েল মলিনা এবং ক্রিশ্চিয়ান রোমেরো। এদিকে নিকোলাস তালিয়পিকোকে নিয়ে শঙ্কা থাকলেও জানা গেছে সে এখন অনেকটা সুস্থ। প্রথম ম্যাচ খেলার প্রবল সম্ভাবনাও রয়েছে। তবে কোনো কারণে মিস করলে তাঁর স্থলাভিষিক্ত করা হবে ফাকুন্দো মেদিনাকে।

আগামীকাল ২০২৪ সালের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে আর্জেন্টিনা। তাই মেসিরা চাইবে বছরের শেষ ম্যাচটা জয় দিয়ে রাঙাতে। এছাড়াও চলতি বছরে তেমন ফর্মে ছিলেন না দলটির অন্যতম তাঁরকা লিওনেল মেসি। তাই সকলের প্রত্যাশা শেষ ম্যাচে ভালো খেলে দলকে জিতিয়ে বছর শেষ করবে মেসি।

উল্লেখ্য যে বর্তমানে ১১ ম্যাচে ৭ জয়, ৩ হার ও ১ ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। এদিকে ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে উরুগুয়ে। সমানসংখ্যক ম্যাচে গোল সংখ্যায় পিছিয়ে থেকে উরুগুয়ের সমান ১৯ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে কলম্বিয়া। অন্যদিকে ১১ম্যাচে ৫ জয়, ৪ হারের সাথে ২ ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে অবস্থান করছে ব্রাজিল।

পেরুর বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ :

লিওনেল মেসি, ম্যাক আলিস্টার, গঞ্জেলো মন্তিয়েল, এমিলিয়ানো মার্তিনেজ (গোলকিপার), রদ্রিগো ডি পল, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, এনজো ফার্নান্দেজ, নিকোলাস ওতামেন্দি, লিওনার্দো বালের্দি, নিকোলাস তালিয়াফিকো।

ক্রিফোস্পোর্টস/১৯নভেম্বর২৪/এসআর/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল