Connect with us
ফুটবল

ছোট দলের সাথে আর্জেন্টিনার জয়, শান্তি পাচ্ছেন না সেই মার্টিনেজ

crifosports 2
ছোট দলের সাথে জিতে শান্তি পাচ্ছেন না চ্যাম্পিয়ন গোলরক্ষক মার্টিনেজ

আগামী জুনে বসবে কোপা আমেরিকার আসর। এই টুর্নামেন্ট সামনে রেখে ইতিমধ্যে দল গোছাতে শুরু করেছে লাতিন আমেরিকার দলগুলো। ব্রাজিল ও আর্জেন্টিনা দুটি প্রীতি ম্যাচ খেলেছে। কিন্তু আর্জেন্টিনার ম্যাচগুলো ছিল তুলনামূলক কম শক্তির দল। যা নিয়ে আক্ষেপ করেছেন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সেই আলোচিত গোলরক্ষক এমিলিয়ানো মাার্টিনেজ।

ব্রাজিল প্রীতি ম্যাচ খেলেছে শক্তিশালী ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে। আর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলেছে এল সালভেদর ও কোস্টারিকার বিপক্ষে। যা নিয়ে বিতর্কে মেতেছে ব্রাজিল ও আর্জেন্টিনার ভক্তরা। অনেকেই বলছেন স্পেনের বিপক্ষে ব্রাজিলের ড্র, এল সালভেদরের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের মতো।

সবাই যখন বলছে আর্জেন্টিনার উচিত ছিল বড় দলের বিপক্ষে খেলার কথা, তখন একই সুর এমিলিয়নো মাার্টিনেজের কণ্ঠেও। তিনিও ছোট দলের বিরুদ্ধে জিতে শান্তি পাচ্ছেন না। স্পেন ও ইংল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন।

সম্প্রতি ডিস্পোর্টসে দেওয়া এক ইন্টারভিউতে মার্টিনেজ জানান, এল সালভাদরকে ছোট করছি না। কিন্তু আমাদের বিশ্বমানের দলগুলোর বিপক্ষে খেলা দরকার ছিল। তাহলে আমাদের বেশি ভালো লাগত। ইউরোপে আমাদের ইংল্যান্ড, স্পেন বা তেমন কোনো দলের সঙ্গে খেলা প্রয়োজন ছিল।

২০ জুন শুরু হতে যাওয়া কোপা আমেরিকায় প্রথম দিনই কানাডার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। কোপা শুরুর আগে আরেকটি প্রীতি ম্যাচে গুয়েতেমালার বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা।

এবারের কোপায় ৪টি গ্রুপে ৪ করে খেলবে মোট ১৬টি দল। মার্কিন যুক্তরাষ্ট্রের ১৪টি ভেন্যুতে খেলা হবে। দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে ১০টি ও উত্তর আমেরিকা মহাদেশ থেকে খেলছে ৬টি দেশ। ১৪ জুলাই ফাইনালের মধ্যে দিয়ে শেষ হবে এবারের আসর।

আরও পড়ুন: বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টিসহ আজকের খেলা (২ এপ্রিল ২৪)

ক্রিফোস্পোর্টস/২এপ্রিল২৪/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল