কোপা আমেরিকায় নিজেদের তৃতীয় ম্যাচে আজ ভোরে পেরুর বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। চোটের কারণে এই ম্যাচে খেলবেন না লিওনেল মেসি, এমনটা জানা গিয়েছিল আগেই। তবে জয়ের জন্য এদিন বেশি কষ্ট করতে হয়নি আলবিসিলেস্তেদের। মেসি না থাকায় দায়িত্ব নিয়ে ম্যাচ জেতান লাউতারো মার্টিনেজ। তার জোড়া গোলের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে গেল আর্জেন্টিনা।
ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে শুরুর একাদশে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল আর্জেন্টাইনরা। এদিন নিষেধাজ্ঞায় থাকার কারণে ডাগআউটে ছিলেন না দলের কোচ লিওনেল স্কালোনি। তবে মাঠে শুরু থেকেই জয়ের জন্য খেলতে থাকে মেসিবিহীন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে মার্তিনেজের জোড়া গোলে পেরুকে ২-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা।
এদিন ম্যাচের শুরু থেকেই গোছানো ফুটবল খেলে আক্রমণে ওঠার চেষ্টা করে লিওনেল স্কালোনির শিষ্যরা। আক্রমণ ও বল দখলে এগিয়ে থাকলেও প্রথমার্ধে খুব একটা গোলের সুযোগ তৈরি করতে পারেনি আর্জেন্টিনা। যেটুকু আক্রমণ তৈরি করেছিল তা বাধা পেয়েছে প্রতিপক্ষের রক্ষণে ও গোলরক্ষকের গ্লাভসে। অপরদিকে রক্ষণে ব্যস্ত সময় পার করেছে পেরু।
প্রথম আর্ধে সফলতা না পাওয়ায় গোলশূন্য বিরতিতে যায় দুদল। তবে দ্বিতীয় আর্ধে ফিরেই ম্যাচের ডেডলক ভাঙেন লাউতারো মার্টিনেজ। ম্যাচের ৪৭ তম মিনিটে বক্সের মধ্যে সতীর্থের দারুন এক বাড়ানো বল পেয়ে যান তিনি। কোন ভুল না করে প্রতিপক্ষ গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়ান এই আর্জেন্টাইন ফুটবলার।
পিছিয়ে পড়ে সমতায় ফিরতে আক্রমণে ওঠে পেরু। তবে খুব একটা গোলের সুযোগ তৈরি করতে পারেনি তারা। এদিকে আর্জেন্টিনার সামনে আসে এগিয়ে যাওয়ার সুযোগ। তবে ম্যাচের ৭২ মিনিটে পেনাল্টি মিস করেন লিয়েনার্দো পারদেস। অবশ্য ম্যাচের ৮৬ তম মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে নেন মার্তিনেজ।
সতীর্থের লম্বা করে বাড়ানো বল বক্সের কাছে পেয়ে যান তিনি। প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে পরাস্ত করে দারুন ফিনিশিংয়ে গোল করেন লাউতারো মার্তিনেজ। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। কোপা আমেরিকায় টানা তিন ম্যাচে জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরবর্তী রাউন্ডে পৌঁছে গেছে মেসির দল।
আরও পড়ুন: বিশ্বকাপ জিতেই রোহিত-কোহলির বিদায় ঘোষণা
ক্রিফোস্পোর্টস/৩০জুন২৪/এফএএস