বিপিএলে চট্টগ্রাম পর্বে দিনের প্রথম ম্যাচে আজ (শনিবার) সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল। এই ম্যাচে বরিশালের কাছে হেরে কোয়ালিফায়ারের স্বপ্ন শেষ সিলেটের। ৭ম উইকেটে ১০৮ রানের রেকর্ড জুটি গড়েও শেষ পর্যন্ত সিলেটকে জেতাতে পারেনি বেনি হাওয়েল ও আরিফুল হক।
চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৮৩ রান সংগ্রহ করে বরিশাল। জবাবে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৬৫ রান তুলতে সক্ষম হয় মোহাম্মদ মিথুনের দল। ১৮ রানে জয় পায় বরিশাল।
এর আগে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে তামিম ইকবাল, আহমেদ শেহজাদ ও সৌম্য সরকারকে হারায় বরিশাল। এরপর কাইল মায়ার্স ও মুশফিকুর রহিমের ঝোড়ো জুটিতে ভর করে বড় লক্ষ্যের দিকে এগোতে থাকে বরিশাল। ১৪৯ রানের মাথায় কাইল ৪৮ করে ফিরে গেলে ভেঙে যায় ৮৪ রানের জুটি। এরপর মুশফিকও ফিরে যান ৫২ রান করে।
শেষদিকে মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদের ছোট ক্যামিওতে ১৮৩ রানের পুজি পায় বরিশাল। সিলেটের হয়ে তানজিম হাসান সাকিব ৩ টি এবং হ্যারি টেক্টর ও শফিকুল ইসলাম ১টি করে উইকেট নেন।
১৮৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে সিলেট। কাইল মায়ার্সের বোলিং ঝড়ে কোনো রান না করেই প্রথম ওভারে দুটি উইকেট হারায় সিলেট। এরপর আসা-যাওয়ার মধ্যেই থাকেন সিলেটের ব্যাটাররা। ৪০ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় দলটি।
এরপর সপ্তম উইকেটে ৫৫ বলে ১০৮ রানের ঝোড়ো জুটি গড়েন আরিফুল ও হাওয়েল, যা সপ্তম উইকেটে সর্বোচ্চ রানের জুটির বিশ্ব রেকর্ড। এই জুটিতে দল জয়ের আশা দেখলেও ১৪৮ রানের মাথায় আরিফুল ৫৭ এবং ১৬১ রানের মাথায় হাওয়েল ৫৩ করে ফিরে গেলে শেষ পর্যন্ত ১৮ রানে হেরে যায় সিলেট।
বরিশালের হয়ে ৩টি উইকেট নেন কাইল মায়ার্স। এছাড়া ১টি করে উইকেট নেন চারজন বোলার।
এই জয়ে কোয়ালিফায়ার নিশ্চিতের ক্ষেত্রে অনেকটাই শক্ত অবস্থানে বরিশাল। ১০ ম্যাচে ৬ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তিনে রয়েছে দলটি। অপরদিকে ৭ হারে কোয়ালিফায়ারের স্বপ্ন শেষ সিলেটের।
আরও পড়ুন: কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ডেরায় যোগ দিলেন সুনীল-রাসেল
ক্রিফোস্পোর্টস/১৭ফেব্রুয়ারি২৪/এমটি