সময়টা খুব একটা ভালো চাচ্ছিল না আর্সেনালের জন্য। সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের শেষ তিন ম্যাচে জয়ের দেখা পায়নি গার্নাসরা। তবে গেল কিছুদিনের দুরবস্থা কাটিয়ে জয়ের ধারা ফিরেছে আর্তেতার শিষ্যরা। গুরুত্বপূর্ণ ম্যাচে টটেনহ্যামকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে আর্সেনাল।
গতকাল নিজেদের ঘরের মাঠ এমিরেটসে নগর প্রতিদ্বন্দ্বী টটেনহ্যামের বিপক্ষে মাঠে নেমেছিল আর্সেনাল। যেখানে প্রতিপক্ষকে ২-১ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। এতে করে লিগ শিরোপা জয়ের দৌড়ে শীর্ষে থাকা লিভারপুলের আরও নিকটে চলে এসেছে আর্সেনাল।
এদিকে চলতি মৌসুমে অনেকটা হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসিরা। আর সেই সুযোগে ইপিএল শিরোপার দৌড়ে ভালোভাবেই নিজেদের অবস্থান জানান দিয়েছে আর্সেনাল। এখন পর্যন্ত খেলা ২১ ম্যাচে ১২ জয় ৭ ড্র এবং ২ পরাজয়ে ৪৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে তারা।
অপরদিকে এক ম্যাচ কম খেলেই ১৪ জয় ৫ ড্র ১ হারে ৪৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে লিভারপুল। এদিকে ৩৭ এবং ৩৫ পয়েন্ট নিয়ে যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে রয়েছে চেলসি ও ম্যানসিটি। চলতি মৌসুমের অনেকটা মাঝামাঝি পর্যায়ে রয়েছে দলগুলো।
আরও পড়ুন:
» ‘অনুশীলন বয়কট’ মানতে নারাজ, ব্যাখ্যা দিল দুর্বার রাজশাহী
» চট্টগ্রামে বিপিএলের ম্যাচসহ আজকের খেলা (১৬ জানুয়ারি ২৫)
গতকাল এই ম্যাচের সবকটি গোলই এসেছে প্রথমার্ধে। খেলার শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে থাকে আর্সেনাল। তবে সুযোগ বুঝে আগে লিড নিয়ে নেয় টটেনহ্যাম। ম্যাচের ২৫ মিনিটে সন হিউং-মিনের গোলে এগিয়ে যায় তারা। বক্সের বাইরে থেকে নেওয়া শট উইলিয়াম সালিবার পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায় বল।
তবে ম্যাচের সমতা পেতে খুব বেশি দেরি হয়নি আর্সেনালের। ম্যাচের ৩৫তম মিনিটে কর্নার থেকে আসে এই গোল। তবে সেটি ছিল প্রতিপক্ষের আত্মঘাতী হিসেবে। ডেক্লান রাইসের কর্নারে হেড করেন গাব্রিয়েল মাগালিয়াইস। তবে সেই বল টটেনহ্যামের ফরোয়ার্ড ডোমিনিক সোলাঙ্কির মাথায় লেগে চলে যায় জালে।
প্রথমার্ধ শেষে বিরতিতে যাওয়ার আগেই লিড পেয়ে যায় আর্সেনাল। ম্যাচের ৪৪তম মিনিটে বেলজিয়ান ফরোয়ার্ড লিয়ান্দ্রো ট্রোসার্ড করেন জয়সূচক গোলটি। মার্টিন ওডেগার্ডের পাস ধরে বক্সে ঢুকে দারুণ এক শটে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। এরপর দ্বিতীয়ার্ধে আর কোন গোল না এলে জয় নিয়েই মাঠ ছাড়ে গতবারের রানার্সআপরা।
ক্রিফোস্পোর্টস/১৬জানুয়ারি২৫/এফএএস