ইংলিশ প্রিমিয়ারে আট বছর পর ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে আর্সেনাল। চলতি লিগে দু’দলের প্রথম সাক্ষাতে গতকাল জয়টা তাদের একমাত্র গোলে। স্প্যানিশ লা লিগায় বার্সেলোনা দুই গোলে পিছিয়ে পড়ে গ্রানডার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে।
আর্সেনালের মাঠে প্রথমার্ধে সুযোগ তৈরির বিবেচনায় এগিয়েছিলো সিটি। তাদের একটি প্রচেষ্টা গোললাইন থেকে ফিরিয়ে দেন ডেকলান রাইস। প্রথম ৪৫ মিনিটে লক্ষ্যে কোনো শট রাখতে না পারা স্বাগতিকরা দ্বিতীয়ার্ধে বদলে যায়। ৮৬ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেলি এগিয়ে নেন দলকে।
ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শট আর্সেনাল ডিফেন্ডার নাথান আকের গায়ে লেগে ঠিকানা খুঁজে নেয়। এই গোলই প্রিমিয়ার লিগে সিটির কাছে টানা ১২ ম্যাচ হারের পর আর্সেনালকে জয়ে ফেরায়। ৮ ম্যাচে টটেনহামের সমান ২০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠেছে গত মৌসুমের রানার্সআপরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা দুই পয়েন্ট কম নিয়ে তিনে নেমেছে।
স্প্যানিশ লা লিগায় বার্সেলোনা শেষ দিকের গোলে গ্রানাডার বিপক্ষে হার এড়ায়। প্রথমার্ধের যোগ করা সময়ে ইয়ামাল ব্যবধান কমানোর পর ৮৫ মিনিটে রবের্তো সমতাসূচক গোলটি করেন। ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে নেমেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। রিয়াল ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে, জিরোনা ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে।
আরও পড়ুন: কোহলির রেকর্ডের পালকে নতুন মুকুট
ক্রিফোস্পোর্টস/৯অক্টোবর২৩/এজে