চ্যাম্পিয়নস লিগ শিরোপার অন্যতম জনপ্রিয় দল জার্মানির বায়ার্ন মিউনিখ। বর্তমানে কোয়ার্টার ফাইনালে খেলতে নামা জার্মান জায়ান্টদের কাছে অবশ্য এবারের শিরোপা জয় অন্য সময়ের চেয়ে আরও বেশি আকাঙ্ক্ষিত। কারণ টমাস টুখেলের দল দীর্ঘ ১১ বছর পর প্রথম বুন্দেসলিগার শিরোপা হাত ছাড়া করতে যাচ্ছে। আর মাত্র এক ম্যাচ জিতলেই বায়ার লেভারকুসেনকে নতুন চ্যাম্পিয়ন হিসেবে পাবে জার্মানি।
আজ বাংলাদেশ সময় রাত ১ টায় চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচে ইংলিশ জায়ান্ট আর্সেনালের মাঠে প্রথম লেগের লড়াইয়ে নামবে জার্মান চ্যাম্পিয়নরা। যদিও আর্সেনালের বিপক্ষে বাভারিয়ানদের রেকর্ড বরাবরের মতই দুর্দান্ত। টুর্নামেন্টের সবশেষ তিন দেখায় প্রতিবারই আর্সেনালকে ৫-১ গোল ব্যবধানের লজ্জায় ডুবিয়েছে বায়ার্ন মিউনিখ। আর আসরটি যেহেতু ইউরোপীয় শ্রেষ্ঠত্বের লড়াই তাও এবারেও বাভারিয়ানদেরই এগিয়ে রাখছে সবাই।
কিন্তু এবারে বায়ার্নের জন্যও কোয়ার্টারের বাঁধা খুব একটা সহজ হচ্ছে না। কারণ গত কয়েক বছরের তুলনায় এবারের আর্সেনাল অন্যতম ভারসাম্যপূর্ণ দল। মিকেল আর্তেতার দলটি এবার যদি তাদের প্রিমিয়ার লিগের ফর্ম ইউসিএলেও ধরে রাখতে পারে তাহলে সেমিতে বায়ার্নের জন্য বড় হুমকিই হয়ে দাঁড়াবে তারা। বর্তমানে প্রিমিয়ার লিগে ৭১ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে মিকেল আর্তেতার দল। আর বায়ার্নও চাইবে ইউসিএল জিতে লিগ শিরোপা হারানোর ক্ষত সারতে।
অবশ্য ইউসিএল ম্যাচের আগ আগ দিয়ে প্রতিপক্ষ বায়ার্নকে হুশিয়ারীই দিয়ে রাখলেন গানার স্ট্রাইকার গ্যাব্রিয়েল হেসুস। ১৫ বছর পর আবারও চ্যাম্পিয়নস লিগের সেমিতে নিজেদের নিয়ে যেতে লিগের ফর্ম এখানেও নিয়ে আসতে হবে আর্সেনালকে। তাহলে হয়তো বায়ার্ন বাঁধা টপকাতে পারবে গানাররা। ২০১০ সালে আসরের সেমি থেকে বিদায়ের পর টানা ৭ বার কোয়ার্টার থেকে বিদায় নিতে নিয়েছে লন্ডনের ক্লাবটিকে। এর মধ্যে তিনবারই বাভারিয়ানদের কাছে নাকানিচুবানি খেয়েছে আর্সেনাল। তবে এবার ইতিহাস বদলাতে চায় গ্যাব্রিয়েল হেসুস।
এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার বলেন, বায়ার্নের মুখোমুখি হতে এবার তারা পুরোদস্তুর প্রস্তুত। হেসুস বলেন, ‘এখানে সবাই সর্বোচ্চ পর্যায়ে ফুটবল খেলে থাকে। সবাই পরিস্থিতি সম্পর্কে জানে কখন কি করতে হবে, এখানে কেউই বাচ্চা না। ফুটবলারদের প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা রয়েছে। তাই আমার মনে হয়, আর্সেনালকে পরবর্তী ধাপে নিয়ে যেতে আমরা সবাই প্রস্তুত।’
বায়ার্নের হয়ে ৩৭ ম্যাচে ৩৮ গোল করা হ্যারি কেইনকে নিয়ে সতর্ক থাকার কথার বলেন হেসুস, রআমার মনে হয়, হ্যারি কেইন বিশ্বের সেরা ফিনিশার। তার সামর্থ্য সম্পর্কে সবাই জানে। তার বিপক্ষে খেলতে পারাটা আমাদের জন্য দারুণ হবে।’
আরও পড়ুন: রিয়াল-ম্যানসিটির ম্যাচে আজ এগিয়ে যাবে কে?
ক্রিফোস্পোর্টস/৯এপ্রিল২৪/এমএস/এমটি