Connect with us
ক্রিকেট

যেভাবে টিকে রয়েছে বাংলাদেশের সেমিফাইনালের সমীকরণ

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি- ক্রিকইনফো

বাংলাদেশ ক্রিকেটের সবথেকে আশাবাদী মানুষটিও হয়তো কল্পনা করছেন না, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে সমীকরণ বলছে এখনও সেমিতে ওঠার সুযোগ রয়েছে নিগার সুলতানাদের। যদিও কাগজ কলমের সেই হিসেব মাঠে মেলানো অনেকটাই দুঃসাধ্য বলা চলে।

প্রত্যাশা অনুযায়ী টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা ভালো করেছিল বাংলাদেশ নারী দল। স্কটল্যান্ডকে হারিয়ে টাইগ্রেসরা শুভ সূচনা পায় সংযুক্ত আরব আমিরাতে চলমান এই বৈশ্বিক টুর্নামেন্টে। তবে এরপর ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে সেমিতে ওঠার স্বপ্ন ধূলিসাৎ হয় বাংলাদেশের।

প্রশ্ন উঠতে পারে পাঁচ দলের গ্রুপে মাত্র এক জয় নিয়ে সেমিফাইনালের সমীকরণ কিভাবে টিকে থাকতে পারে বাংলাদেশের? তবে কাগজে কলমে এখনও সেই হিসেব টিকে আছে। তবে তার জন্য আজ রাতে হতে যাওয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকেকে হারাতে হবে বিশাল ব্যবধানে।

তবে এই ম্যাচে যদি বাংলাদেশ হেরে যায় তবে আর কোন হিসেব-নিকেশের প্রয়োজন পড়বে না। আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হবে এই বিশ্বকাপের মূল আয়োজক দেশটির। এদিকে বাংলাদেশের এই ম্যাচের দিকে তাকিয়ে থাকবে গ্রুপের বাকি দল। কেননা গ্রুপের কোন দুই দল সেমিতে যাবে সেই হিসেবে এখনও করা সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন:

» যে সাতটি দল নিয়ে এবারের বিপিএলের যাত্রা শুরু হতে যাচ্ছে

» মাহমুদউল্লাহর বিদায়ী ম্যাচ রাঙাতে পারবে বাংলাদেশ?

দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত নিজেদের খেলা তিন ম্যাচে জিতেছে দুটি। শেষ ম্যাচে বাংলাদেশের কাছে তারা হেরে বসলে তাদের পয়েন্ট আর উন্নতি হবে না। সেক্ষেত্রে টাইগ্রেসদের সমান ৬ পয়েন্ট থাকবে প্রোটিয়াদের। এদিকে গ্রুপে বর্তমানে শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্টও রয়েছে তিন ম্যাচে ৬।

ওয়েস্ট ইন্ডিজ যদি তাদের শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে পরাজিত হয়, তবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাসহ তাদের তিন দলের সর্বশেষ থাকবে ৬ পয়েন্ট। গ্রুপের অপর দল ইংল্যান্ড যেহেতু এই হিসেবে ওয়েস্ট ইন্ডিজকে হারাবে, তাদের পয়েন্ট এক ম্যাচ কম খেলেই হবে ৬। তাই বাকি এক ম্যাচে স্কটল্যান্ডকে হারালে গ্রুপ চ্যাম্পিয়ন হবে ইংল্যান্ড।

তবে প্রতি গ্রুপ থেকে দুটি করে দল যাবে সেমিফাইনালে। ইংল্যান্ড ছাড়া বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট যদি সমান ৬ থাকে, তখন নেট রানরেটের বিচারে এগিয়ে থাকা দল সুযোগ পাবে সেমিতে খেলার। যদিও দুই ম্যাচ হেরে এরই মধ্যে নিজেদের নেট রানরেট অনেকটাই শোচনীয় করে তুলেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

আরও পড়ুন:

» ভারত সিরিজের শেষ ম্যাচে দেখা দিয়েছে বৃষ্টির সম্ভাবনা

» হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টারকে পরাজিত করলেন বাংলাদেশের নীড়

বাংলাদেশের বর্তমান নেট রানরেট (-০.৮৩৫) যা বাড়িয়ে নেওয়ার সে সুযোগ থাকবে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে। অপরদিকে দক্ষিণ আফ্রিকার নেট রানরেট (+১.৫২৭)। কেবল টাইগ্রেসদের কাছে বিশাল ব্যবধানে হারলে তাদের পয়েন্ট কমে যেতে পারে বাংলাদেশের তুলনায়।

এছাড়া (+১.৭০৮) নেট রানরেট পাওয়া ওয়েস্ট ইন্ডিজকেও হারতে হবে ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে। তবে এই সকল হিসেব নিকেশ অনেকটাই অতিরঞ্জিত মনে হবে বাংলাদেশের বর্তমান ব্যাটিং পারফরম্যান্সের দিকে নজর দিলে। কেননা নিজেদের খেলা তিন ম্যাচের কোনোটিতেই ১২০ এর বেশি রান তুলতে সক্ষম হয়নি তারা।

ক্রিফোস্পোর্টস/১২অক্টোবর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট