টেস্ট ক্রিকেটে প্রথম জয়– যেকোনো ক্রিকেট খেলুড়ে দেশের জন্য এ যেন স্বপ্ন জয়ের মতো। কোনো কোনো দলকে এ স্বপ্ন জয় করতে অপেক্ষা করতে হয়েছে কয়েক বছর পর্যন্ত। আবার কোনো দল নিজেদের প্রথম বা দ্বিতীয় ম্যাচেই পেয়েছে স্বপ্ন জয়ের স্বাদ৷
প্রথম টেস্টে জয় পেতে যে দলের যত অপেক্ষা
আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম টেস্টেই জয়ের স্বাদ পেয়েছিল অজিরা৷ ১৮৭৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জিতে অস্ট্রেলিয়া। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটিই ছিল প্রথম ম্যাচ ও প্রথম জয়৷ হেরে যাওয়া ইংল্যান্ডকেও অবশ্য খুব অপেক্ষা করতে হয়নি৷ একই বছরে নিজেদের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথম টেস্ট জয়ের খাতায় নাম লেখা থ্রি লায়ন্সরা৷
ইংল্যান্ডের মতো পাকিস্তানও নিজেদের দ্বিতীয় টেস্টে জয় ছিনিয়ে নেয়৷ অবশ্য চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে প্রথম টেস্টে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয় পাকিস্তান৷ ওই টেস্টে ইনিংস পরাজয় বরণ করতে হয় তাদের৷ তবে দ্বিতীয় টেস্টে সেই ভারতকে হারিয়ে টেস্ট জয়ের খাতায় প্রথম তোলে পাকিস্তান৷
২০১৭ সালে আইসিসির টেস্ট মর্যাদা পাওয়া আফগানিস্তানও নিজেদের দ্বিতীয় ম্যাচে টেস্ট জয়ের খাতায় নাম লেখায়৷ টেস্ট অভিষেকের দুই বছর পর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম জয় পায় তারা৷ মজার বিষয় হলো, আফগানিস্তানের সাথে টেস্ট মর্যাদা পাওয়া আয়ারল্যান্ডও নিজেদের প্রথম টেস্ট জিতে আফগানিস্তানের বিপক্ষে৷ অবশ্য এজন্য তাদের অপেক্ষা করতে হয় ৮ ম্যাচ৷ সম্প্রতি আরব-আমিরাতের টলারেন্স ওভালে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে আইরিশরা৷
টেস্ট ক্রিকেটের ইতিহাসে ওয়েস্ট ইন্ডিজও নিজেদের প্রথম জয় পেতে অপেক্ষা করে ছয় ম্যাচ৷ অন্যদিকে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকাকে প্রথম জয় পেতে অপেক্ষা করতে হয় যথাক্রমে ১১ ও ১২ ম্যাচ৷ পাকিস্তান ও আফগানিস্তানের পর এশিয়ার দেশে হিসেবে সবচেয়ে দ্রুত টেস্ট জয়ের দেখা পায় শ্রীলঙ্কা। লঙ্কানদের অপেক্ষা করতে হয় ১৪ ম্যাচ৷
তবে এশিয়ার আরেক পরাশক্তি ভারতকে প্রথম জয় পেতে পাড়ি দিতে হয় দীর্ঘ পথ৷ ১৯৩২ সালে টেস্ট অভিষেক হলেও ভারত নিজেদের প্রথম জয় পায় ১৯৫২ সালে ইংল্যান্ডের বিপক্ষে৷ এর মধ্যে ২৫ ম্যাচ খেলে দলটি৷ অন্যদিকে ২০০০ সালে টেস্ট ক্রিকেটে পদার্পণ করা বাংলাদেশকেও প্রথম জয় পেতে দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়৷ এশিয়ান দেশের মধ্যে সর্বোচ্চ ৩৫ ম্যাচ খেলে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম জয় পায় টাইগাররা৷
টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম জয় পেতে এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক ম্যাচ খেলে নিউজিল্যান্ড। দলটিকে প্রথম জয়ের জন্য খেলতে হয় ৪৫ ম্যাচ৷ ১৯৩০ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়া কিউইরা প্রথম জয় পায় দীর্ঘ ২৬ বছর পর ১৯৫৬ সালে৷ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই কাঙ্ক্ষিত জয় পায় তারা৷
আরও পড়ুন: শততম টেস্টে ডাবল সেঞ্চুরি রয়েছে কোন কোন ক্রিকেটারের?
ক্রিফোস্পোর্টস/৮মার্চ২৪/টিএইচ/এমটি