সদ্য সমাপ্ত শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কা ও ওয়ানডে সিরিজে বাংলাদেশ জিতলেও টেস্ট সিরিজে সফরকারীদের কাছে রীতিমতো উড়ে গিয়েছে বাংলাদেশ।
চলতি মাসে বাংলাদেশের কোনো সিরিজ না থাকলেও চলছে ঢাকা প্রিমিয়ার লীগের ব্যস্তসূচি৷ তাই ক্রিকেটারদেরও দম ফেলার ফুরসত নেই৷ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলেই ক্রিকেটারদের যুক্ত হতে হবে ঢাকা প্রিমিয়ার লীগের বিভিন্ন ক্লাবে৷
পুরুষদের পাশাপাশি নারীদেরও সময়টা ভালো কাটছে না। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজেও একই পথে হাঁটছে নারী ক্রিকেট দল। চলতি মাসের শেষের দিকে আবার বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল। সেক্ষেত্রে নারী ক্রিকেট দলেরও রয়েছে ব্যস্ত সূচী৷ ভারতীয় নারী ক্রিকেট দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে জ্যোতিরা৷
এক নজরে ২০২৪ সালের এপ্রিলে বাংলাদেশ ক্রিকেটে যত খেলা
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ- ২০২৪
তারিখ | দল | ভেন্যু |
৫ এপ্রিল |
রূপগঞ্জ টাইগার্স বনাম শাইনপুকুর ব্রাদার্স ইউনিয়ন বনাম সিটি ক্লাব |
মিরপুর ফতুল্লা |
৬ এপ্রিল |
আবাহনী লিমিটেড বনাম লিজেন্ড অফ রূপগঞ্জ প্রাইম ব্যাংক বনাম শেখ জামাল গাজী টায়ার্স বনাম মোহামেডান |
ফতুল্লা মিরপুর সাভার-৩ |
৭ এপ্রিল |
গাজী গ্রুপ বনাম শাইনপুকুর ব্রাদার্স ইউনিয়ন বনাম রূপগঞ্জ টাইগার্স সিটি ক্লাব বনাম পার্টেক্স স্পোর্টিং |
মিরপুর সাভার-৩ সাভার-৪ |
১৫ এপ্রিল |
আবাহনী লিমিটেড বনাম প্রাইম ব্যাংক পার্টেক্স স্পোর্টিং বনাম শেখ জামাল গাজী টায়ার্স বনাম লিজেন্ড অফ রূপগঞ্জ |
মিরপুর ফতুল্লা সাভার-৩ |
১৬ এপ্রিল |
মোহামেডান বনাম শাইনপুকুর ব্রাদার্স ইউনিয়ন বনাম গাজী গ্রুপ সিটি ক্লাব বনাম রূপগঞ্জ টাইগার্স |
মিরপুর সাভার-৪ সাভার-৩ |
১৮ এপ্রিল |
আবাহনী লিমিটেড বনাম শেখ জামাল গাজী টায়ার্স বনাম প্রাইম ব্যাংক লিজেন্ড অফ রূপগঞ্জ বনাম শাইনপুকুর |
মিরপুর ফতুল্লা সাভার-৩ |
১৯ এপ্রিল |
ব্রাদার্স ইউনিয়ন বনাম মোহামেডান সিটি ক্লাব বনাম গাজী গ্রুপ পার্টেক্স স্পোর্টিং বনাম রূপগঞ্জ টাইগার্স |
মিরপুর ফতুল্লা সাভার-৩ |
বাংলাদেশ(নারী)- ভারত (নারী) টি-টোয়েন্টি সিরিজ :
চলতি মাসের শেষের দিকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফর আসবে ভারতীয় নারী ক্রিকেট দল।
তারিখ | ম্যাচ | ভেন্যু | সময় |
২৮ এপ্রিল | ১ম ম্যাচ | সিলেট (মূল মাঠ) | সন্ধ্যা ৬টা ৩০ |
৩০ এপ্রিল | ২য় ম্যাচ | সিলেট (মূল মাঠ) | সন্ধ্যা ৬টা ৩০ |
২ মে | ৩য় ম্যাচ | সিলেট (আউটার) | দুপুর ২টা |
৬ মে | ৪র্থ ম্যাচ | সিলেট (আউটার) | দুপুর ২টা |
৯ মে | ৫ম ম্যাচ | সিলেট (মূল মাঠ) | সন্ধ্যা ৬টা ৩০ |
আরও পড়ুন: বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বৈরথ মিডিয়ার তৈরি করা হাইপ!
ক্রিফোস্পোর্টস/৪এপ্রিল২৪/টিএইচ/এফএএস