ক্রিশ্চিয়ানো রোনালদোর নামের পাশে রেকর্ডের কমতি নেই। জাতীয় দল থেকে শুরু করে ক্লাব ফুটবল যেখানেই পাড়ি জমান, সেখানেই গড়েন নতুন নতুন রেকর্ড। এবার আরো একটি বিরল রেকর্ড গড়লেন। প্রথম ফুটবলার হিসেবে চারটি ভিন্ন দেশের লিগে গোল্ডেন বুট জয়ের রেকর্ড গড়েছেন এই পর্তুগিজ তারকা।
রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগায়, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগে, জুভেন্টাসের হয়ে সিরি আ-তে এবং সবশেষ আল নাসরের হয়ে গোল্ডেন বুট জিতেছেন রোনালদো। লিগ ও টুর্নামেন্টে মিলিয়ে এ পর্যন্ত মোট ১৪টি গোল্ডেন বুট জিতেছেন এই পর্তুগিজ তারকা।
২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথম গোল্ডেন বুট জিতেন রোনালদো। সে মৌসুমে প্রিমিয়ার লিগে ৩১ গোল করেন তিনি। এরপর লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে নয় মৌসুম কাটিয়ে তিনটি গোল্ডেন বুট জিতেন তিনি।
২০১৮ রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমান রোনালদো। ২০২০-২১ মৌসুমে সিরি আ তে সর্বোচ্চ ২৯ গোলে করে গোল্ডেন জিতে নেন সিআরসেভেন।
সবশেষ ২০২৩-২৪ মৌসুমে সৌদি ক্লাব আল নাসরের হয়ে আরেকটি গোল্ডেন বুট জয়ে করে প্রথম ফুটবলার হিসেবে চারটি দেশের লিগে গোল্ডেন বুট জয় করেছেন রোনালদো। দলকে লিগ শিরোপা জেতাতে না পারলেও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার নিজের করে নিয়েছেন এই ৩৯ বছর বয়সী তারকা।
লিগে সর্বোচ্চ ৩৫ গোলসহ সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে নাসরের জার্সিতে ৫০ ম্যাচে ৫০ গোল করেছেন রোনালদো। পাশাপাশি ১৩টি গোলে সহযোগিতা করেছেন তিনি।
এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে ৭টি, ইউরোতে একটিসহ মোট ১৪টি গোল্ডেন বুট জিতেছেন এই পর্তুগিজ সুপারস্টার।
আরও পড়ুন: আইপিএল ২০২৫: নিলামের আগে সব ক্রিকেটারকে ছেড়ে দেবে কেকেআর?
ক্রিফোস্পোর্টস/৩১মে২৪/বিটি