নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের শেষ ওয়ানডেতে এক ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। কিউইদের মাটিতে এটাই বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়। প্রথম দুই ম্যাচে হেরে আগেই সিরিজ খুইয়েছে শান্তরা। হোয়াইটওয়াশ এড়িয়ে ২-১ এ সিরিজটি শেষ করলো টাইগাররা।
আজ (শনিবার) নেপিয়ারে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথমে বোলিং করে নিউজিল্যান্ডকে ৯৮ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। জবাবে ৯ উইকেট ও ২০৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগারা। এদিন বাংলাদেশের বেশ কিছু রেকর্ড হয়েছে।
আসুন এক নজরে রেকর্ডগুলো দেখে নেই:
- ঘরের মাঠে টাইগারদের বিপক্ষে দ্বিতীয়বার কোনো ইনিংসে অলআউট হয়েছে নিউজিল্যান্ড। সবশেষ ২০১৬ সালে বাংলাদেশের বিপক্ষে নেলসনে অলআউট হয়েছিল ব্ল্যাক-ক্যাপসরা। তবে সেই ম্যাচে বাংলাদেশ ৬৭ রানে হারলেও এবার ৯ উইকেটে জিতেছে।
- এ নিয়ে তৃতীয়বারের মতো প্রতিপক্ষকে দলীয় শতরান ছোয়ার আগে অল-আউট করলো টাইগাররা। এর আগে জিম্বাবুয়েকে (৪৪) এবং ওয়েস্ট ইন্ডিজকে (৬১) শতরান ছোয়ার আগেই অল-আউট করে দিয়েছিল বাংলাদেশ।
- চলতি বছরের মার্চে ঘরের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ১০টি উইকেট নিয়েছিল বাংলাদেশের পেসাররা। আজ দ্বিতীয়বারের মতো একই কৃতিত্ব গড়েছে টাইগার পেসাররা।
- ওয়ানডেতে ১৪ তম বাংলাদেশি বোলার হিসেবে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন শরিফুল ইসলাম। ৩৩ ম্যাচ খেলে এই মাইলফলক স্পর্শ করেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই পেসার যা বাংলাদেশের হয়ে তৃতীয় দ্রুততম। এই তালিকায় তার উপরে রয়েছেন আব্দুর রাজ্জাক যিনি ৩২ টি ম্যাচ এবং শীর্ষে থাকা মুস্তাফিজুর রহমান মাত্র ২৭ ম্যাচ খেলেই এই মাইলফলক স্পর্শ করেছিলেন।
- আজ ৯৮ রানে অল-আউট হয় নিউজিল্যান্ড যা বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বনিম্ন স্কোর। এর আগের সর্বনিম্ন ছিল ১৬২ রান যা ২০১৩ সালে মিরপুরে হয়েছিল। সব মিলিয়ে দেশের মাটিতে যা চতুর্থবার ও ওয়ানডেতে এ নিয়ে ৯ম বারের মতো শতরানের নিচে অলআউট হলো ব্ল্যাক-ক্যাপসরা।
- বাংলাদেশ আজ নিউজিল্যান্ডের দেয়া টার্গেট ২০৯ বল বাকি রেখে তুলে যা ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ বল হাতে রেখে জয়ের রেকর্ড।
- নাজমুল হোসেন শান্তর আজকের ৫১ রানে সুবাদে ২০২৩ সালে ওয়ানডেতে ৯৯২ রান সংগ্রহ করেছেন তিনি। শাহরিয়ার নাফিসের (২০০৬) পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এক পঞ্জিকাবর্ষে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করার সুযোগ ৮ রানের জন্য হাতছাড়া হলো শান্তর। তবে এক পঞ্জিকাবর্ষে কমপক্ষে ৮০০ রান করা ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি গড় শান্তর (৪১.৩৩)। আর শাহরিয়ার নাফীসের ছিল ৪১.৩২।
আরও পড়ুন: বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন তামিম ইকবাল?
ক্রিফোস্পোর্টস/২৩ডিসেম্বর২৩/এমটি