Connect with us
ফুটবল

ইউরো চ্যাম্পিয়নশিপে ক্রিস্টিয়ানো রোনালদোর যত রেকর্ড

cristiano ronaldo EURO for portugal
এবার জার্মানিতে নিজের সম্ভাব্য শেষ ইউরো চ্যাম্পিয়নশিপ খেলতে যাচ্ছেন ৩৯ বছর বয়সী ক্রিস্টিয়ানো। ছবি- গুগল

নিজ দেশের হয়ে সোনালি ট্রফিটা এখনো ছুঁতে পারেননি—তাতে কি, তবুও তিনি পর্তুগিজ ফুটবলের যুবরাজ। তার হাত ধরেই নিজেদের ইতিহাসে প্রথমবারের মত ইউরো ও নেশনস লিগ জিতেছে পর্তুগাল। এবার জার্মানিতে নিজের সম্ভাব্য শেষ ইউরো চ্যাম্পিয়নশিপ খেলতে যাচ্ছেন ৩৯ বছর বয়সী ক্রিস্টিয়ানো। এতেই আলোচনায় ইউরো চ্যাম্পিয়নশিপে ক্রিস্টিয়ানো রোনালদোর যত রেকর্ড

ইউরোর রেকর্ডবুকে রোনালদো নেই এমন পৃষ্ঠা বিরল। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ এ গোলদাতা ইউরোপীয় প্রতিযোগিতাটিকে যেন নিজের রাজ্য বানিয়ে ফেলেছেন। আসন্ন ইউরো চ্যাম্পিয়নশিপ ২০২৪ এ ছয় বারের মতো অংশ নিচ্ছেন তিনি—এটিও রেকর্ডবুকের একটি নতুন অধ্যায়। এমন অনেক অর্জন রয়েছে রোনালদোর রেকর্ড ঝুলিতে।

সর্বোচ্চ গোলদাতা রোনালদো

ইউরো আসরে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পাঁচ আসরে তার মোট গোল সংখ্যা ১৪। তার থেকে পাঁচ গোল কম করে তালিকার দুইয়ে ফ্রেঞ্চ কিংবদন্তি মিশেল প্লাতিনি। সাবেক এই ব্যালন ডি’অর জয়ী তারকা ইউরোতে ৯ গোল করেছেন। ৭ গোল করে যৌথভাবে তালিকার তিনে ফ্রান্সের আতোয়াঁন গ্রিজমান ও সাবেক ইংলিশ তারকা অ্যালেন শিয়ারার।

এছাড়াও রোনালদো কমপক্ষে এক গোল করেছেন এমন ম্যাচের সংখ্যা ১০টি, যা টুর্নামেন্টে যে কারো থেকে বেশি। পাশাপাশি আসরে কমপক্ষে চার ম্যাচে জোড়া গোল করা একমাত্র খেলোয়াড়ও তিনি।

আরও পড়ুন: 

» ক্রিস্টিয়ানো রোনালদোর যত গোল্ডেন বুট

» ক্রিস্টিয়ানো রোনালদোর সন্তান কয়জন?

» ফুটবলে GOAT মানে কি? মেসি-রোনালদোকে কেন GOAT বলা হয়

সর্বোচ্চ ম্যাচে অংশগ্রহণ

২০২৪ ইউরো আসর শুরু হবে আগামী ১৪ জুন থেকে। এর আগে অনুষ্ঠিত গত পাঁচ ইউরো আসরেই খেলা একমাত্র খেলোয়াড় রোনালদো। ২০০৪ সাল থেকে শুরু করে ২০২০, সবগুলো আসরেই পর্তুগিজদের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। এই পাঁচ আসরে মোট ২৫ ম্যাচ খেলেছেন যা টুর্নামেন্টটির ইতিহাসে রেকর্ড। সর্বোচ্চ ২১৫৫ মিনিট মাঠে খেলার কীর্তিও তারই দখলে। এমনকি প্রতিযোগিতায় সর্বোচ্চ ১২টি ম্যাচে জয়ী হওয়া একমাত্র ফুটবলারও তিনিই।

cristiano ronaldo EURO 2016

(cristiano ronaldo EURO 2016) ইউরো চ্যাম্পিয়নশিপ-২০১৬ ট্রফি মাথায় রোনালদো। (ছবি- গুগল)

অধিনায়ক হিসেবে সর্বোচ্চ অংশগ্রহণ

ইউরোতে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ১৬ ম্যাচ খেলার কীর্তি রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর। এছাড়া যৌথভাবে সর্বোচ্চ তিনবার টুর্নামেন্টের সেরা একাদশে জায়গা পেয়েছেন তিনি।

টিম অব দ্য টুর্নামেন্ট

তিন বার ইউরোর ‘টিম অব দ্য টুর্নামেন্ট’ এ জায়গা পাওয়া বাকি তিন ফুটবলার হলেন ইতালিয়ান কিংবদন্তি পাওলো মালদিনি, ফ্রান্সের লরেন্ট ব্লাঙ্ক ও রোনালদোর জাতীয় দলে দীর্ঘ দিনের সতীর্থ পেপে। রোনালদো ছাড়া বাকি তিন জনই ডিফেন্ডার।

সবচেয়ে কম ও বেশি বয়সী গোলদাতা

ইউরো চ্যাম্পিয়নশিপে (২০০৪) সবচেয়ে কম বয়সে গোলের রেকর্ডটি রোনালদোর। আবার সবচেয়ে বেশি বয়সে গোল (২০২০) করার কীর্তিও এই পর্তুগিজ তারকার।

যৌথভাবে সর্বোচ্চ ফাইনালে অংশগ্রহণ

আল নাসর তারকা যৌথভাবে সর্বোচ্চ বার (২) ইউরো আসরের ফাইনাল খেলেছেন। তিনি ছাড়াও এই তালিকায় আরও আছেন ইতালির লিওনার্দো বনুচ্চি ও জর্জিও কিয়েলিনি এবং স্পেনের জাবি আলোনসো, সার্জিও রামোস, ইকার ক্যাসিয়াস, আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজ, ফার্নান্দো তোরেস, সেস্ক ফ্যাব্রেগাস ও ডেভিড সিলভা।

Ronaldo portugal

(Ronaldo) ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি- গুগল

কিন্তু রোনালদোর অর্জন বাকি সবার থেকে আলাদা, কারণ দুই ফাইনালের মধ্যে এক যুগের ব্যবধান ছিল। প্রথম ফাইনাল খেলে ২০০৪ সালে, আর দ্বিতীয়টি যখন তার দল শিরোপা জেতে সেটি ছিল ২০১৬ সালে।

আরও পড়ুন:

» রোনালদো গায়ে কেন ট্যাটু আঁকান না জানেন?

» রোনালদো-রুনি : কে বলবে তাদের বয়স সমান!

তবে এতসব কীর্তির পরও দুটি রেকর্ড রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই খেলোয়াড় এখনো নিজের করে নিতে পারেননি। এর মধ্যে একটি হলো ইউরো চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ এসিস্টদাতা হিসেবে রোনালদোর অবস্থান তালিকার দ্বিতীয়তে। রিয়াল মাদ্রিদ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার অ্যাসিস্ট সংখ্যা ৭টি। ৮ অ্যাসিস্ট নিয়ে তালিকার শীর্ষে আছেন চেক প্রজাতন্ত্র ও ম্যান ইউনাইটেডের সাবেক কিংবদন্তি খেলোয়াড় ক্যারেল পোবোলস্কি।

হাতছানি দিচ্ছে নতুন রেকর্ড

ক্যারিয়ারে এখন পর্যন্ত ৬৫টি হ্যাট্রিকের মালিক ক্রিস্টিয়ানো রোনালদো এখনো জাতীয় দলের হয়ে ইউরো টুর্নামেন্টে হ্যাট্রিক গোলের দেখা পাননি। আল নাসর তারকা প্রথম হ্যাট্রিক গোল করেন ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে। এরপর থেকে আরও ৬৪টি হ্যাট্রিক সম্পন্ন করলেও ইউরোতে কখনোই এক ম্যাচে তিন গোলের দেখা পাননি। ইউরোতে এখন পর্যন্ত মোট ৮জন খেলোয়াড় হ্যাট্রিক গোল করেছেন।

দেখার বিষয়, ক্যারিয়ারের শেষ প্রান্তে ইউরো চ্যাম্পিয়নশিপে রেকর্ড পালে আরেকটি পালক যুক্ত করতে পারেন কি না। তবে ইউরোর রেকর্ডভাণ্ডারে অনন্য রোনালদোকে ছুঁতে আসমানেই পৌঁছাতে হবে ফুটবল বিস্ময়দের।

ক্রিফোস্পোর্টস/১০জুন২৪/এমএস/এসএ 

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল