গত ট্রান্সফার মৌসুমেই টটেনহাম হট্সপার থেকে জার্মানীর বায়ার্ন মিউনিখে পাড়ি জমান ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। সাথে টটেনহামে থাকাকালীন তার ফর্ম বায়ার্নেও যেন নিয়ে এসেছেন৷ বলতে গেলে বায়ার্নে এসে হ্যারি কেইন গোল মুখে আরও ক্ষুরধার হয়েছেন। ইতোমধ্যেই বুন্দেসলিগায় ১২ ম্যাচ খেলে করেছেন ১৮ গোল।
গত রাতে জার্মান ক্লাব কোলনের রেইন এনার্জি স্টেডিয়ামে মুখোমুখি হয় বায়ার্ন মিউনিখ। সে ম্যাচে ১-০ গোলে জয় নিয়ে ঘরে ফেরে জার্মান জায়ান্টরা। হ্যারি কেইনের করা একমাত্র গোলের কারণে জয় পাওয়ার পাশাপাশি গত রাতে আরও কিছু রেকর্ডও গড়ে ফেলেন এই ইংলিশ স্ট্রাইকার। যদিও কালকের গোলটি কেইনের না ও হতে পারতো। তাহলে হয়তো রেকর্ড গড়তে তাকে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হতো।
বায়ার্ন স্ট্রাইকার চুপো মোটিংয়ের শট প্রতিপক্ষের গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়ানোর আগেই কোলন ডিফেন্ডার তা ঠেকিয়ে দেন। কিন্তু তখন বল চলে যায় কেইনের পায়ে। সেখান থেকে দলকে এগিয়ে নিতে ভুল করেননি তিনি।
কোলনের বিপক্ষে করা এই গোলের মাধ্যমে বেশ কিছু রেকর্ডও গড়লেন তিনি। ২০২৩-২৪ মৌসুমে বুন্দেসলিগায় প্রথম ১২ ম্যাচে কেইনের গোল সংখ্যা ১৮। জার্মান লিগে এর আগে কোন মৌসুমেই প্রথম ১২ ম্যাচে আর কোনো ফুটবলারই ১৮ গোল করতে পারেনি। এর আগে ২০২০-২১ মৌসুমে সাবেক বায়ার্ন স্ট্রাইকার লেভানডফস্কি সর্বোচ্চ ১৫ গোল করেছিলেন।
এছাড়াও বুন্দেসলিগায় কোন ইংলিশ ফুটবলারের যে কোন মৌসুমে করা সর্বোচ্চ গোলের কীর্তিও এখন কেইনের নিজের দখলে। ২০১৯-২০ মৌসুমে বরুশিয়া ডর্টমুন্ডের জ্যাডন সাঞ্চো ১৭ গোল করেছিলেন। তারও আগে ১৯৭৮-৭৯ মৌসুমে জার্মান ক্লাব হামবার্গের হয়ে ১৭ গোল করেন আরেক ইংলিশ ফুটবলার কেভিন কিগান। এই দু’জনেই বর্তমানে কেইনের পর সর্বোচ্চ গোলের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন।
আরও পড়ুন: বাংলাদেশ ছেড়ে রাসেল ডমিঙ্গোর সঙ্গী হলেন ডোনাল্ড
ক্রিফোস্পোর্টস/২৫নভেম্বর২৩/এমএস/এমটি