ভারত বিশ্বকাপে অবশেষে ‘নিজেদের ট্র্যাক’ খুঁজে পেয়েছে অস্ট্রেলিয়া। টানা ২ ম্যাচে হার দিয়ে শুরু করা অজিরা শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে হারানোর পর আজ নেদারল্যান্ডসের বিপক্ষেও রানের পাহাড় দাঁড় করিয়েছে। সাথে নিজেদের আসল রূপে ফিরেছে অস্ট্রেলিয়ার ব্যাটিং ইউনিটও। রান খড়ায় ভুগতে থাকা ম্যাক্সওয়েলের ঝড়ো শতক এবং তারকা ওপেনার ওয়ার্নারের টানা দ্বিতীয় শতকের বদৌলতেই ডাচদের রান পাহাড়ে পিষ্ট করেছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
গত ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১৬৩ রানের দানবীয় ব্যাটিংয়ের পর ডাচদের বিপক্ষেও চড়াও হয় ডেভিড ওয়ার্নারের ব্যাট। আজ ২০২৩ বিশ্বকাপে নিজের টানা দ্বিতীয় শতক তুলে নেন অজি ওপেনার। সাথে সাথে বিশ্বকাপের কিছু রেকর্ডেও নাম তোলেন।
ওয়ার্নার অস্ট্রেলিয়ার চতুর্থ ব্যাটসম্যান যিনি বিশ্বকাপে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেছেন। এছাড়া এই শতকের মাধ্যমে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসালেন তিনি। ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারেরও বিশ্বকাপে ৬ টি সেঞ্চুরি আছে। বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক রোহিত শর্মার শতক সংখ্যা মোট ৭ টি।
ডাচদের বিপক্ষে আজকের সেঞ্চুরি ডেভিড ওয়ার্নারের ওডিআই ক্যারিয়ারের ২২ তম। ১৫৬ ইনিংসে ২২ তম সেঞ্চুরি পাওয়া ওয়ার্নার সবচেয়ে কম সময়ে ২২ টি শতক করার রেকর্ডে আছেন তৃতীয় স্থানে। তার সামনে দ্বিতীয় স্থানে আছেন ভারতীয় গ্রেট বিরাট কোহলি (১৪৩ ইনিংসে) এবং প্রথমে আছেন সাবেক প্রোটিয়া ওপেনার হাশিম আমলা (১২৬ ইনিংসে)।
আজকের সেঞ্চুরির পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি ওয়ার্নার। ৯৩ বলে ১০৪ করে প্যাভিলিয়নে ফেরেন এই তারকা ওপেনার।
আরও পড়ুন: ম্যাক্সওয়েলের রেকর্ড গড়া শতকে ৪০০ রানের পাহাড়ের সামনে নেদারল্যান্ডস
ক্রিফোস্পোর্টস/২৫অক্টোবর২৩/এমএস/জেএস/এমএ