সিলেট টেস্ট জিতে ঢাকায় গতকাল দ্বিতীয় টেস্টের প্রথম দিনে মাঠে নামে বাংলাদেশ-নিউজিল্যান্ড। গতকাল সকাল থেকেই আকাশে মেঘ নিয়ে বৃষ্টির শঙ্কায় খেলা চালিয়ে যায় দু’দল। এমনকি সকাল থেকে দুপুর পর্যন্ত দিনের বেলাতেই ফ্লাড লাইটের আলোয় খেলা চলে। কিন্তু শেষ বিকেলে আলোক স্বল্পতার কারণে নির্ধারিত ওভারের আগেই দিনের খেলা শেষ করতে হয়।
গতকাল বৃষ্টি না হলেও আজ যেন তা সুদে-আসলে পুষিয়ে নিয়েছে ঢাকার বৃষ্টি। গতকাল রাত থেকে শুরু হওয়া বৃষ্টি আজ সকাল থেকে রাত পর্যন্ত অবিরত ঝরেই চলেছে। সকাল থেকেই কভারে ঢাকা থাকা মিরপুরের উইকেট কয়েকবার পরিদর্শন করেন আম্পায়াররা। কিন্তু খেলা মাঠে গড়ানোর পরিস্থিতি না থাকায় শেষমেশ দুপুর দুইটার দিকে খেলা পরিত্যাক্ত ঘোষণা করা হয়।
বৃষ্টির কারণে আজ মাঠে নামা ক্রিকেটারদের জন্য সম্ভব না হলেও ড্রেসিংরুমেই ভিন্ন রকম খেলার আয়োজন করেন বাংলাদেশের ক্রিকেটাররা। ভিডিওতে দেখা যায় রুমের ভেতরেই খেলায় মেতেছে শরিফুল ইসলাম, নাঈম ইসলাম, শাহাদাত দিপুরা। তাদের সঙ্গে খেলায় ম্যানেজার নাফিস ইকবালকেও যোগ দিতে দেখা যায়।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল দুপুরের দিকে ঢাকায় বৃষ্টি হওয়ার ভালো সম্ভাবনা আছে। ঘূর্ণিঝড় মিগজাউমের ফলেই এমন বৃষ্টি হচ্ছে বলে জানায় তারা। আজ রাজধানী ঢাকাসহ দেশের মোট ১৭ টি অঞ্চলের উপর দিয়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের জোড় সম্ভাবনা আছে। এই বৃষ্টি যদি আগামীকালও ঢাকায় প্রবাহমান থাকে তাহলে কালকের খেলাও মাঠে গড়ানো নিয়ে শঙ্কায় পড়তে হবে।
আরও পড়ুন: মাঠে ফিরতে মরিয়া মাহমুদুল্লাহ, মিরপুরে শুরু করেছেন অনুশীলন
ক্রিফোস্পোর্টস/০৭ডিসেম্বর২৩/এমএস/এমটি