Connect with us
ক্রিকেট

বিদেশি লিগে আশরাফুল ঝড়, ৪০ বলে করলেন ১১৮ রান

ASHRAFUL
ফরাসি টি-টেন লিগে মোহাম্মদ আশরাফুলের ঝড়ো সেঞ্চুরি (ছবি- গুগল)

২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচে আশরাফুল ১২টি চার মেরেছিলেন। যে চারগুলোর শট ছিল একেবারেই আলাদা। আধুনিক ক্রিকেটে এই শট পরে বিশাল জনপ্রিয় হয়ে ওঠে। সেই থেকেই আশরাফুল মানেই নান্দনিক ক্রিকেট। পুরোনো সেই আশরাফুলের দেখা মিললো বহুদিন পর। তার ব্যাটে উঠলো ঝড়।

ইউরোপের দেশ ফ্রান্সের টি-টেন লিগে অভিষেক ম্যাচে আশরাফুল নিজের জাত চিনিয়েছেন। প্রথম ম্যাচে ৪০ বল খেলে ১১৮ রানের বিধ্বংসী ইনিংস উপহার দিয়েছেন। তার ঝড়ো ব্যাটিংয়ে ভর করে ১০ উইকেটের বড় জয় পেয়েছে তার দল এসি সেইন্টস।

সোমবার (২৪ জুলাই) রাতে আগে ব্যাটিং করে ভিলেনুভ সুপার কিংস ১৩৭ রান তোলে। জবাবে আশরাফুলের ঝড়ো ব্যাটিংয়ে ভর করে ৮.৩ ওভারেই ১৩৮ রান ছুঁয়ে ফেলে এসি সেইন্টস। ১০ উইকেটে জয় নিয়ে যখন মাঠ ছাড়ছেন তখনও বল বাকি ৯টি।

৪০ বলে ১১৮ রানের ইনিংস খেলার পথে আশরাফুল ২০টি চারের সাথে ছক্কা হাঁকিয়েছিলেন চারটি। আশরাফুলের স্ট্রাইক রেট ছিল ২৯৫! ইউরোপের ক্রিকেটে আশরাফুলের প্রথম সেঞ্চুরি এটি।

আরও পড়ুন: বিশ্বকাপে শুভসূচনা ব্রাজিলের মেয়েদের, আক্ষেপ ঘুচবে কি এবার

ক্রিফোস্পোর্টস/২৫জুলাই২৩/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট