Connect with us
ক্রিকেট

সাকিবকে অধিনায়ক হিসেবে চান না আশরাফুল

Shakib-Ashraful
সাকিবকে অধিনায়ক হিসেবে চান না আশরাফুল। ছবি- সংগৃহীত

এশিয়া কাপের আগ মুহুর্তে নতুন করে অধিনায়কত্বের দায়িত্ব দেয়া হয়েছিল সাকিব আল হাসানের কাঁধে।এরপর বিশ্বকাপ মিশন শুরুর আগেই সাকিব জানিয়েছিলেন বিশ্বকাপ শেষে অধিনায়ক হিসেবে তিনি আর থাকতে চান না। আসর শেষে তাই নতুন করে অধিনায়কত্ব নিয়ে আলোচনা শুরু হয় দেশের ক্রিকেটাঙ্গণে।

সাকিবের জায়গায় তাহলে কে স্থলাভিষিক্ত হবেন? যদিও কিছুদিন আগে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, বিশ্বসেরা অলরাউন্ডারের কাঁধেই অধিনায়কত্বের ভার থাকবে। তবে বোর্ডের এমন সিদ্ধান্তে একমত নন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

সাকিব আল হাসানের অধিনায়কত্বের ব্যাপারে আশরাফুল বলেন, ‘সাকিব যদি দায়িত্বে থাকতে চায় তাহলে বেশ ভাল। তবে বিশ্বকাপে যাওয়ার আগে সাকিবের এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বিশ্বকাপ শেষে আর এক দিনের জন্যও সে অধিনায়ক হিসেবে থাকতে চায় না। আমার মতে তার উপর অতিরিক্ত কোন চাপ না দিয়ে ফ্রি হয়ে খেলতে দেয়া উচিত। যেহেতু এখন থেকে সে রাজনৈতিক জীবন নিয়েও ব্যস্ত থাকবে। তাকে শুধু প্লেয়ার হিসেবে বিবেচনা করলে সেটা বাংলাদেশের জন্যও ভাল হবে।’

দেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্যও এখনই অধিনায়ক ঠিক করা উচিত বলে মত দেন আশরাফুল। নতুন দলপতি হিসেবে বাঁ হাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তর নাম উল্লেখ করে তিনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর ৬ মাস বাকি আছে। শান্ত বেশ ভালোই করছে। সবশেষ টেস্ট সিরিজেও শান্তর অধিনায়কত্ব দেখার মত ছিল। বিশ্বকাপে যাওয়ার আগে একটি ম্যাচে সে অধিনায়ক ছিল। বিশ্বকাপেও দু’টি ম্যাচে তার অধীনে বাংলাদেশ খেলেছে। শান্তও তার নতুন এ দায়িত্ব উপভোগ করছে। আমার মনে হয়, এখন একজনকে স্থায়ীভাবে দায়িত্ব দিয়ে দেয়া উচিত।’

সাকিবের ব্যাপারে দেশের ক্রিকেটের প্রথম এই পোস্টার বয় বলেন, ‘সাকিব প্লেয়ার হিসেবেই তার সময়টা উপভোগ করুক। সেটা দেশের জন্যও ভাল হবে। অধিনায়কের দায়িত্ব সাকিবের জন্যও আলাদা চাপ হয়ে যাবে কারণ সে এখন এতোটা সময়ও আর দিতে পারবে না। যদিও সাকিব এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ক্যারিয়ারের বাকি সময়টা ফ্র্যাঞ্চাইজি লিগ বাদ দিয়ে সে শুধু আন্তর্জাতিক ক্রিকেটেই বেশি সময় দিবে। এটি একটি ইতিবাচক দিক। তারপরও সে যেহেতু অধিনায়কত্ব উপভোগ করছে না এখন তাই তাকে অধিনায়ক রাখার চিন্তা বাদ দেয়া উচিত বলে আমার মনে হয়।’

আরও পড়ুন: পাকিস্তানকে হারিয়ে ফাইনালে আরব আমিরাত, লড়বে বাংলাদেশের সঙ্গে

ক্রিফোস্পোর্টস/১৫ডিসেম্বর২৩/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট