সম্প্রতি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি কর্তৃক দুবাই থেকে লেভেল-৩ কোচ স্বীকৃতি পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। এবার নিজের কোচিং ক্যারিয়ার আনুষ্ঠানিক ভাবে শুরু করতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক এই তারকা ক্রিকেটার। আসন্ন বিপিএলে রংপুর রাইডার্সের কোচিং প্যানেলে দেখা যেতে পারে তাকে।
বর্তমানেও বিকেএসপিসহ বিভিন্ন ক্রিকেট সংঘটনে প্রতি সপ্তাহে নিয়ম করে কোচিং করাচ্ছেন আশরাফুল। তবে এবার আনুষ্ঠানিকভাবে পেশাদার কোচ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন সাবেক এই টাইগার অধিনায়ক। সম্প্রতি ক্রিকেটভিত্তিক এক ক্রীড়া ওয়েবসাইটে দেয়া সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন তিনি নিজেই।
ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের পর বিপিএলের গত আসরে ক্রীড়াভিত্তিক চ্যানেলে ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করেছিলেন তিনি, ‘কয়েকটা দলের সঙ্গে কাজ করার বিষয়ে কথা হয়েছে। গত বছরও আমার করার কথা ছিল, তবে শেষমেশ তা আর হয়নি। এরপর একটি বেসরকারি চ্যানেলের হয়ে পুরো আসরে অ্যানালিস্ট হিসেবে কাজ করেছি।’
আরও পড়ুন:
» বিয়ের জন্য প্রথম টেস্ট খেলা হচ্ছে না ইংলিশ পেসার স্টোনের
» ভক্তদের উদ্দেশ্যে বিদায়ী বার্তা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ
তিনি আরও বলেন, ‘হ্যাঁ, কাজ করতে যাচ্ছি। ওরা (রংপুর) সব চূড়ান্ত করবে শিগগির। আমি লেভেল-থ্রি কোর্স করেছি। কোচ হিসেবে কাজ করলে বাংলাদেশের ক্রিকেট উপকৃত হবে, তাই কোচিং পেশায় আসতে চাইছি। এই বিপিএল দিয়েই আমি শুরু করছি বলে আশা করা যায়।’
এর আগে এই রংপুরের হয়ে বিপিএলে খেলেছিলেন আশরাফুল। এমনকি দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তবে এবার কোচ হিসেবে আসার কথা জানালেও প্যানেলে ঠিক কোন ভূমিকায় দলের সঙ্গে তাকে দেখা যাবে সেটি এখনও নিশ্চিত নয়। সাবেক এই টাইগার ক্রিকেটার বলেন, সবকিছু চূড়ান্ত হতে আরও দু-একদিন সময় লাগতে পারে।
ক্রিফোস্পোর্টস/৮অক্টোবর২৪/এফএএস