জাতীয় দলে অভিষেকের পর থেকেই বিভিন্ন সময়ে সমালোচনার মধ্যে ছিলেন নাজমুল হোসেন শান্ত। শুরুর দিকে ব্যাট হাতে ব্যর্থতার পরও দলে একাধিক সুযোগ পেয়ে সমালোচনার মুখে পড়তেন এই ক্রিকেটার। তবে ধীরে ধীরে ব্যাট হাতে নিজের জাত চেনাতে সক্ষম হন এই তারকা। এমনকি গত বছর ব্যাট হাতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন তিনি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে তিন ফরম্যাটে টাইগারদের দায়িত্ব তুলে দেওয়া হয় শান্তর কাঁধে। আর অধিনায়কত্ব পেয়েই আবারো সমালোচনার মুখে পড়েন এই ব্যাটার। দায়িত্ব নেওয়ার পর থেকে তার ব্যক্তিগত পারফরম্যান্সে ভাটা পড়ে। সর্বশেষ কয়েকটি সিরিজেও আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি। অনেকের মতে, অধিনায়কত্বের চাপের কারণেই ব্যাটিংয়ে তার ছন্দপতন হয়েছে।
এদিকে শান্তর নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর জোরালো গুঞ্জন উঠেছে। বিসিবির এক কর্মকর্তার বরাত দিয়ে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ বলছে, চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজের পরেই অধিনায়ত্ব ছেড়ে দিতে চান শান্ত। এজন্য বিসিবিকে চিঠিও পাঠিয়েছেন এই তারকা।
আরও পড়ুন:
» ঢাকায় যোগ দিচ্ছেন পাকিস্তানের সাবেক তারকা স্পিনার
» অতিরিক্ত সমালোচনাই শান্তর অধিনায়কত্বে প্রভাব ফেলেছে : ফাহিম
তবে শান্তকে এখনই অধিনায়কত্ব থেকে সরানোর পক্ষে নন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদর আশরাফুল। শান্তকে সরানো হলে ভিন্ন ভিন্ন ফরম্যাটে ভিন্ন ভিন্ন ক্রিকেটারকে দায়িত্ব দেওয়া দেওয়া হতে পারে। আশরাফুলের মতে, বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতির সঙ্গে এটা যায় না। তাছাড়া মাঠে শান্তর নেতৃত্বে সন্তুষ্ট এই সাবেক।
শনিবার (২৬ অক্টোবর) দেশের একটি সংবাদমাধ্যমকে শান্তর অধিনায়কত্ব প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘বাংলাদেশের তিনটা ফরম্যাটে তিন জনকে দায়িত্ব দেওয়া হোক এমনটা আমি চাই না। বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতির সঙ্গে সেটা যায় না। আর সত্যি বলতে কি, শান্ত কিন্তু অধিনায়ক হিসেবে খারাপ না। মাঠে তার অধিনায়কত্ব ভালোই আছে।’
শান্তর পরিবর্তে বাংলাদেশের অধিনায়কত্ব পাওয়ার দিক থেকে সবচেয়ে এগিয়ে আছেন মেহেদি হাসান মিরাজ। তবে বর্তমানে দারুণ ছন্দে থাকা এই অলরাউন্ডারকে দায়িত্ব দিলে তার পারফরম্যান্সেও ছন্দপতন হতে পারে। তাই মিরাজকেও এখনই দায়িত্ব দেওয়ার পক্ষে নন তিনি, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি শান্তকে সরানো উচিত হবে না। মিরাজের এখন বয়স কম, সে আমাদের ফিউচার ক্যাপ্টেন। মিরাজ এখন ভালো ছন্দে রয়েছে। তাই আমাদের উচিত তার কাছ থেকে সেরাটা নেয়া এবং তাকে ভবিষ্যতের জন্য তৈরি করা।’
ক্রিফোস্পোর্টস/২৬অক্টোবর২৪/বিটি