দীর্ঘ সময় যাবত জাতীয় দলের বাইরে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আর সবশেষ ‘ক্যাপ্টেন ফ্যান্টাসটিক’ কে মাঠে খেলতে দেখা গেছে গত বছরের মে মাসে ঢাকা প্রিমিয়ার লিগে। তার উপর বিপিএলের আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটানো মাশরাফি তাই ফিটনেস নিয়েও তেমন একটা কাজ করার সুযোগ পাননি৷
সময় স্বল্পতার দরুণ তাই ফিটনেস ঘাটতিকে সঙ্গী করেই বিপিএল ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলতে নেমে গেছেন নড়াইল এক্সপ্রেস। ইতোমধ্যে সিলেটকে দুই ম্যাচে নেতৃত্বও দিয়েছেন যদিও উভয় ম্যাচেই হারতে হয়েছে সিলেটকে। আজকের ম্যাচে ব্রডকাস্টারদের সঙ্গে আলোচনায় ম্যাশের ফিটনেস ইস্যু নিয়েই কথা বলতে শোনা যায় ধারাভাষ্যকার সাবেক লংকান ক্রিকেটার রাসেল আর্নল্ড ও সাবেক টাইগার ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে।
সেখানে বিপিএলে খেলার মত মাশরাফি পুরোপুরি ফিট নয় বলে মন্তব্য করেন রাসেল আর্নল্ড, ‘মাশরাফির দুই তিন পা দৌড়ে এসে বল করা দেখেই বোঝা যাচ্ছে সে ফিট না। আমি নিশ্চিত নই, সে কি মিডিয়াম পেস করছে নাকি অফ ব্রেক! যদিও সে একটি উইকেট পেয়ে গেছে (হাসি)। সে খেলছে এবং আলোচনা তৈরিতেও সে সক্ষম হয়েছে। কিন্তু খেলার দিক থেকে বিবেচনা করলে সে আসলে আদর্শ অবস্থায় নেই।’
সাবেক জাতীয় দলের সতীর্থকে নিয়ে আশরাফুলও কথা বলেছেন, ‘আমরা মাশরাফির নাম ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক দিয়েছি। সে লিডার হিসেবে অসাধারণ। কিন্তু অধিনায়ক যদি নিজে পারফর্ম করতে পারে তাহলে তার নেতৃত্ব দেয়াও অনেকটা সহজ হয়ে যায়। আসলে এখন মাশরাফিকে তরুণ ব্যাটাররা মোকাবিলা করতে গেলে অনেকেই হয়তো দ্বিধায় পড়ে যায়, আমি মারবো কি মারবো না! আউট হওয়াটা অনেকের কাছে প্রেস্টিজের ইস্যু হয়ে দাড়ায়। এজন্যই হয়তো অনেকে ফ্রিলি খেলতে পারে না তাকে।’
মাশরাফিকে এভাবে খেলানোয় তা বিপিএলকেই ছোট করা হচ্ছে বলে মনে করেন আশরাফুল, ‘বিপিএলে এমনভাবে মাশরাফি আসলে খেলতে চাচ্ছিলো না কিন্তু ফ্র্যাঞ্চাইজিদের চাওয়া সে অন্তত মাঠে দাঁড়িয়ে থাকুক। এটা বরং আমার মনে হয় টু্র্নামেন্টটাকেই ছোট করা হচ্ছে। কেননা এ ধরনের টুর্নামেন্ট বিশ্বজুড়ে দেখা হয়। এই যে আর ছয় মাস পর বিশ্বকাপ আছে। সিলেটের দলে রেজাউর রহমান রাজা কিন্তু সুযোগের অভাবে বসে আছে। কিন্তু এবারের আসরে সে ভালো কটতে পারলে হয়তো বিশ্বকাপেও একটা সুযোগ মিললেও মিলতে পারতো৷’
আরও পড়ুন: বিপিএলে নেমেই ফিফটি হাঁকালেন বাবর, হারল মাশরাফির সিলেট
ক্রিফোস্পোর্টস/২৩জানুয়ারি২৪/এমএস/এমটি