Connect with us
ক্রিকেট

মাহমুদউল্লাহ ভারত সিরিজে অবসর নিলেও অবাক হবেন না আশরাফুল!

Mahmud Ullah riyad and Ashraful
মাহমুদউল্লাহ রিয়াদ ও আশরাফুল। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আসন্ন মিশন ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তবে এই সিরিজের আগেই সংক্ষিপ্ত ফরমেটের ক্রিকেট থেকে নিজের অবসর ঘোষণা করে ফেলেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। আর তার পর থেকে গুঞ্জন উঠেছে মাহমুদউল্লাহ রিয়াদের অবসর নিয়ে।

টি-টোয়েন্টি থেকে সাকিবের অবসরের পর দলে তার শূন্যতা পুরণের চেষ্টা করবে টিম ম্যানেজমেন্ট। তবে সাকিবের এমন বিদায়ে নতুনদের জন্য সুযোগ দেখছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এছাড়াও তিনি কথা বলেছেন মাহমুদউল্লাহর অবসরের গুঞ্জন নিয়েও।

অনেকে মনে করছেন সাকিবের পর এবার দলের আরেক অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে অবসরের অপেক্ষায় রিয়াদ। ভারত সিরিজ থেকেই সংক্ষিপ্ত ফরমেটের এই ক্রিকেটকে বিদায় জানাবেন এই টাইগার ক্রিকেটার। আর যদি এমন হয়, তবে সকল ফরমেটের ক্রিকেট থেকেই অবসরে যাবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

এই ইস্যুতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে আশরাফুল বলেন, মাহমুদউল্লাহ রিয়াদ যদি ভারত সিরিজের পরই টি-টোয়েন্টি থেকে অবসর নেন, তবে কোন অবাক হবেন না তিনি। এছাড়া পুরনো ক্রিকেটাররা সরে গেলে নতুনদের জন্য জায়গা তৈরি হবে বলেও মনে করেন এই সাবেক অধিনায়ক।

কেবল ছন্দে না থাকলেই অবসর নেবেন রিয়াদ এমনটা মনে করেন না আশরাফুল। ভালো ইনিংস খেলার পরেও বাস্তবতা বিবেচনায় অবসর নিতে পারেন তিনি, ‘যদি এ সিরিজে মাহমুদউল্লাহ ভালো একটা ইনিংস খেলে এবং বাংলাদেশ জয় পায় তারপর সে (মাহমুদউল্লাহ) বলে যে আমি টি-টোয়েন্টি থেকে সরে যাব, এতে আমি অবাক হব না।’

আশরাফুল আরও বলেন, সাকিব না থাকায় সবার কাছেই একটা খালি খালি লাগবে। তারপরও আমি মনে করি তার জায়গায় যে সুযোগ পাবে তাদের জন্য এটা একটা ভালো দিক। তারা এখানে নিজেদের শো করার সুযোগ পাচ্ছে। এছাড়া তিনি মনে করেন ভালো সিরিজে আমাদের টপ থ্রি-ফোর ব্যাটারদের দায়িত্ব নিতে হবে।’

আরও পড়ুন: হামজাকে নিয়ে নতুন দুঃসংবাদ পেল বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/৫অক্টোবর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট