Connect with us
ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন অশ্বিন

3 Bangladesh bowlers get big news from ICC
রবীচন্দ্রন অশ্বিন। ছবি- ক্রিকইনফো

ব্রিসবেন টেস্টে ভারতের একাদশে ছিলেন না রবীচন্দ্রন অশ্বিন। তবে ম্যাচ শেষে যেন সব আলো কেড়ে নিলেন তিনি। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে সংবাদ সম্মেলনে এসে ঘোষণা দিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের। এতে সমাপ্তি ঘটলো এই ভারতীয় ক্রিকেটারের প্রায় দেড় দশকের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার।

আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের তৃতীয় টেস্টে ড্র করি ভারত। এর পরেই সংবাদ সম্মেলনে এসে বিদায় বললেন অশ্বিন। ভারতীয় গণমাধ্যমে আগেই গুঞ্জন শোনা যাচ্ছিল তার বিদায়ের। ম্যাচ শেষের আগে ড্রেসিং রুমে অশ্বিনের সঙ্গে আন্তরিক ভাবে দেখা যাচ্ছিল সকলকে।

সংবাদ সম্মেলনে এসে অশ্বিন বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে এটাই আমার শেষ দিন। আমি মনে করি ক্রিকেটে দেয়ার মতন আমার আরও কিছু আছে, তবে সেটা ক্লাব পর্যায়ের জন্য। কাজেই এটাই আমার শেষ দিন। আমার অনেক স্মৃতি থাকবে রোহিতসহ দলের বাকি সকলের সাথে।’

Rahit and Ashwin in press conference

রোহিতকে সঙ্গে নিয়ে বিদায় বললেন অশ্বিন।

ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি রবীচন্দ্রন অশ্বিন। ১০৬ টেস্টে তার ঝুলিতে রয়েছে ৫৩৭ উইকেট। ৬১৯ উইকেট নিয়ে তার আগে আছেন কেবল অনিল কুম্বলে। এছাড়া ওয়ানডেতে ১১৬ ম্যাচে অশ্বিনের নামের পাশে আছে ১৫৬ উইকেট। ৬৫ টি-টোয়েন্টিতে ৭২ উইকেট পেয়েছেন অশ্বিন। 

আরও পড়ুন:

» শামীমের উড়ন্ত প্রত্যাবর্তনে বাংলাদেশের স্বস্তি

» টানা দুই জয়ে উইন্ডিজদের সিরিজ হারাল বাংলাদেশ

তাছাড়াও টেস্টে ৩৭বার পাঁচ উইকেট শিকার করেছেন অশ্বিন। মুত্তিয়া মুরালিধরনের পর শেন ওয়ার্নের সঙ্গে যা যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। টেস্টে সবচেয়ে বেশি ২৬৮বার বাঁহাতি ব্যাটারদের আউট করার রেকর্ডও আছে তার। আন্তর্জাতিক ক্রিকেটে ৫৩৭ উইকেটের পাশাপাশি ৩ হাজার ৪৭৪ রান আছে অশ্বিনের নামের পাশে।

টেস্টে ১৪ ফিফটি ও ৬ সেঞ্চুরিতে সাড়ে তিন হাজারের উপর রান আছে অশ্বিনের। একই টেস্টে পাঁচ উইকেট ও সেঞ্চুরি করার নজির চারবার রেখেছেন তিনি। যা ইয়ান বোথামের (৫বার) পর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। আছে শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরনের পাশাপাশি ১১টি ম্যান অব দ্য সিরিজের বিশ্বরেকর্ড।

ক্রিফোস্পোর্টস/১৮ডিসেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট