চলছে ভারত-নিউজিল্যান্ড ৩ ম্যাচের টেস্ট সিরিজ। প্রথমে ম্যাচ হেরে সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নেমেছে ভারত। ম্যাচের প্রথম দিনে ওয়াশিংটন সুন্দর এবং রবিচন্দ্র আশ্বিনের তান্ডবে ২৫৯ রানে গুটিয়ে গিয়েছেন সফরকারীরা। এ দিন ৩ উইকেট শিকার করে দুটি মাইলফলক স্পর্শ করেছেন আশ্বিন।
টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি করতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছে আইসিসি। বর্তমানে এই টুর্নামেন্টের তৃতীয় চক্র চলছে। আজ (বৃহস্পতিবার) নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ উইকেট শিকার করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকার শীর্ষে অবস্থানে উঠে এসেছেন আশ্বিন। ১৮৯ উইকেট নিয়ে এ তালিকার সবার উপরে অবস্থান করছেন তিনি।
আশ্বিনের পূর্বে টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ উইকেট শিকারের তালিকার শীর্ষে ছিলেন নাথান লায়ন। অস্ট্রেলিয়ান অভিজ্ঞ এই স্পিনারের উইকেট সংখ্যা ১৮৭ টি। বর্তমানে তিনি দুয়ে অবস্থান করছেন। ১৭৫ উইকেট নিয়ে এ তালিকার তৃতীয় অবস্থানে আছেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। চতুর্থ অবস্থানে আছেন আরেক অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। তিনি এ টুর্নামেন্টে ১৪৭ টি উইকেট শিকার করেছেন।
এই দিকে, আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন আশ্বিন। এ দিন ৩ উইকেট শিকার করে ৫৩১ উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি তালিকার সপ্তম অবস্থানে উঠে এসেছেন তিনি। বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ উইকেট অশ্বিনের নামে। এ তালিকার দুয়ে আছেন লায়ন। এই দিক থেকেও লায়নকে টপকে গেলেন তিনি।
উল্লেখ্য, আন্তর্জাতিক টেস্টে ৮০০ উইকেট নিয়ে সবার ওপরে অবস্থান করছেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন। এরপর ধারাবাহিকভাবে আছেন অস্ট্রেলিয়ান লেগ স্পিনার শেন ওয়ার্ন (৭০৮), ইংল্যান্ডের অন্যতম সেরা পেসার জেমস অ্যান্ডারসন (৭০৪), ভারতের অনিল কুম্বলে (৬১৯), ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড (৬০৪) ও অজি কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা (৫৬৩)।
আরও পড়ুন: সুন্দরের ৭ উইকেট, গাভাস্কার ‘ভুল’ প্রমানিত
ক্রিফোস্পোর্টস/২৪ অক্টোবর ২৪/এইচআই