এইতো কিছুদিন আগেই বিশ্বকাপের প্রস্তুতি নিতে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ। অবিশ্বাস্যভাবে প্রথম দুই ম্যাচেই টাইগারদের প্রায় নাস্তানাবুদ করে ছেড়েছে আইসিসির এই সহযোগী দেশটি। তিন ম্যাচ সিরিজ যুক্তরাষ্ট্র জিতে নিয়েছিল ২-১ ব্যবধানে।
তবে সেই সিরিজে কেবল বাংলাদেশের ব্যর্থতা নয়, ছিল যুক্তরাষ্ট্রের সক্ষমতার ফল সেই প্রমাণ দলটি দিয়েছে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে। আইসিসির সহযোগী দেশ হিসেবে বৈশ্বিক এই টুর্নামেন্টে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড গড়ে ম্যাচ জিতেছে যুক্তরাষ্ট্র। কানাডার দেওয়া ১৯৫ রানের লক্ষ্য দলটি টপকে যায় ১৭ ওভার ৪ বলেই।
যুক্তরাষ্ট্রের ৭ উইকেটে জয়ের ম্যাচে অ্যারন জোন্সে করেন ৪০ বলে অপরাজিত ৯৪ রান। এছাড়া অ্যান্ড্রিয়েস গাউস খেলেন ৪৬ বলে ৬৫ রানের ইনিংস। এদিন যুক্তরাষ্ট্রের হয়ে অ্যারন জোন্সের অসাধারণ এই ইনিংস এর প্রশংসা করে নিজের ‘এক্স’ একাউন্টে পোস্ট করেছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। যেখানে তিনি বাংলাদেশের প্রসঙ্গ টেনে খোঁচা মারতে ভোলেননি।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের জয়ের পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের সেই পোস্টে অশ্বিন লিখেছেন, ‘অ্যারন জোন্স, যে সিয়াটল অরকাসের হয়ে খেলে, আজ বিশ্বকাপের প্রথম ম্যাচ রাঙাতে দারুণ ব্যাটিং প্রদর্শনী দেখিয়েছে। যুক্তরাষ্ট্র আমাদের দেখাচ্ছে, বিশ্বকাপের আগে বাংলাদেশের ওপর কেন তারা ছড়ি ঘুরিয়েছে।’
বিশ্ব আসরে যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচে জয়ের নায়ক জোন্সের প্রশংসা করছেন আরেক ভারতীয় সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফরও। তিনি নিজের ব্যক্তিগত ‘এক্স’ একাউন্টে পোস্ট করে লিখেছেন, ‘অ্যারন জোন্সের কী দারুণ ক্লিন হিটিং। একটা ইনিংসে ১০টি ছক্কা মারা অবিশ্বাস্য। দারুণ খেলেছে।’
এদিকে ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করেছেন জোন্সে, ‘ভাষায় প্রকাশ করা সহজ হবে না। দলকে জেতাতে পেরে খুশি। আমাদের যে ব্যাটিং লাইন-আপ ছিল, আমরা জানতাম রান ২০০–এর নিচে থাকলে তাড়া করা সম্ভব। আমি আমার প্রক্রিয়া অনুসরণ করেছি, পাওয়ার হিটিং আমার পছন্দ। যখন দল চাপে থাকে, আমি ক্রিজে থাকতে চাই, এটা আমার সেরাটা বের করে আনে।’
আরও পড়ুন: মাঠ থেকে হাসপাতালে যাওয়া শরিফুলের কী অবস্থা, জানালেন শান্ত
ক্রিফোস্পোর্টস/২জুন২৪/এফএএস