আইসিসির টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে উঠেছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। স্বদেশী পেসার জাসপ্রিত বুমরাহকে সরিয়ে ৮৭০ রেটিং নিয়ে বর্তমানে শীর্ষে রয়েছেন ভারতীয় এই স্পিনার৷ এর মাধ্যমে টেস্ট বোলিংয়ের হারানো মুকুট ফিরে পেলেন তিনি৷
সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচে ক্যারিয়ারের ১০০তম টেস্ট খেলতে নামেন অশ্বিন৷ ধর্মশালায় নিজের শততম টেস্টে বল হাতে দ্যুতি ছড়ান তিনি। প্রথম ইনিংসে ৫১ রান খরচায় ৪ আর দ্বিতীয় ইনিংসে ৭৭ রান খরচায় ৫ উইকেট নেন অশ্বিন। আর এতেই টেস্ট র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে ফিরলেন আশ্বিন৷
অন্যদিকে ৮৪৭ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে দুয়ে রয়েছেন জাসপ্রিত বুমরাহ ও অজি পেসার জস হ্যাজলেউড৷ ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে ভারত। এই সিরিজে ১৯ উইকেট নেন বর্তমানে টেস্ট র্যাঙ্কিংয়ে যৌথভাবে দুইয়ে থাকা বুমরাহ, যা ভারতীয় বোলারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট।
তিনে থাকা হ্যাজলেউড নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে নেন ১০ উইকেট। এতে দুই ধাপ এগিয়ে বুমরাহ’র সাথে যৌথভাবে দুইয়ে রয়েছেন তিনি।
দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা ৮৩৪ পয়েন্ট নিয়ে চারে রয়েছেন ৷ র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে কুলদীপ জাদবের৷ ধর্মশালা টেস্টে ৭ উইকেট নেওয়া এই লেগ স্পিনার ১৫ ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ে ১৬ নাম্বারে উঠে এসেছেন৷
আরও পড়ুন: চলতি বছর কত টাকা ঢুকছে শতকোটির বিসিবির কোষাগারে?
ক্রিফোস্পোর্টস/১৩মার্চ২৪/টিএইচ/এমটি