এশিয়া কাপের ফাইনালে শ্রীলংকাকে লজ্জায় ডুবিয়ে নিজেদের ৮ম শিরোপা ঘরে তুলেছে ভারত। রেকর্ড গড়া ম্যাচ দিয়েই পর্দা নেমেছে ছয় জাতির এ টুর্নামেন্টের। রবিবার রাতে ঘরের মাঠে ৫০ রানেই অলআউট হয়ে যাওয়া শ্রীলঙ্কাকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে কোহলি-রোহিতরা।
এদিকে এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করে বেশ মোটা অঙ্কের প্রাইজমানি পেয়েছে টিম ইন্ডিয়া। প্রাইজমানি পেয়েছে রানার্সআপ শ্রীলঙ্কাসহ অন্য দলগুলোও।
কোন দল কত প্রাইজমানি পেল:
চ্যাম্পিয়ন ভারত পেয়েছে ২ কোটি ১৯ লাখ টাকার বেশি (২ লাখ মার্কিন ডলার)।
রানার্সআপ শ্রীলঙ্কা পেয়েছে ১ কোটি টাকা।
এছাড়া মোট ছয় দলের মধ্যে ৬ষ্ঠ স্থানে থাকা নেপাল ছাড়া বাকি পাঁচ দলই প্রাইজমানি পেয়েছে।
সুপার ফোরে তিন নম্বরে থাকা বাংলাদেশ প্রাইজমানি পেয়েছে ৬৮ লাখ টাকার বেশি (৬২ হাজার ৫০০ মার্কিন ডলার)।
এছাড়াও চতুর্থ স্থানে থাকা পাকিস্তান পেয়েছে ৩৪ লাখ টাকা। (৩১ হাজার ২৫০ মার্কিন ডলার)।
পাঁচ নম্বরে থাকা টিম আফগানিস্তান পায় ১৩ লাখ টাকার বেশি (১২ হাজার ৫০০ মার্কিন ডলার)।
অন্যান্য প্রাইজমানি:
আসরে ম্যাচ সেরা খেলোয়াড়রা পেয়েছেন ৫ হাজার মার্কিন ডলার করে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার বেশি।
এছাড়া কলম্বোর মাঠকর্মীরাও পুরস্কার পেয়েছেন। প্রতিকূল পরিবেশের মধ্যে মাঠকে খেলার উপযোগী করতে নিরন্তর পরিশ্রমের পুরস্কার পেয়েছেন তারা। এশিয়ান ক্রিকেট কাউন্সিল-এসিসি থেকে মোটা অঙ্কের পুরস্কার রয়েছেন তাদের জন্য।
আরও পড়ুন: বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টিকিটের দাম জানালো বিসিবি
ক্রিফোস্পোর্টস/১৮আগস্ট২৩/এসএ/এজে