মালয়েশিয়াকে ১১৪ রানের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালের পথে বাংলাদেশের মেয়েরা। টি-টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ ও এশিয়া কাপে সর্বোচ্চ রানের নজির গড়ে টাইগেসরা।
জিতলে সেমির পথে, হারলে বিদায়—এমন সমীকরণ মাথায় নিয়ে বুধবার (২৪ জুন) শ্রীলঙ্কার ডাম্বুল স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে লাল-সবুজের প্রতিনিধিরা।
এদিন নিগার-মুর্শিদাদের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে ২ উইকেটে ১৯১ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। ৫৯ বলে ৮০ রানের ঝড়ো ইনিংস খেলেন মুর্শিদা। অপর প্রান্তে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৩৭ বলে করেছেন ৬২ রান।
আরও পড়ুন :
আর্জেন্টাইন খেলোয়াড়দের বিরুদ্ধে তদন্তে ফিফা
রিয়ালের সঙ্গে নতুন করে এক বছরের চুক্তি করলো মদরিচ
বাংলাদেশের পাহাড় সমান রানের জবাবে ১শ রানও করতে পারেনি মালয়েশিয়ার মেয়েরা। একের পর এক উইকেট হারিয়ে নির্ধারিত সব ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ৭৭ রানে থামে মালয়েশিয়ানদের রানের চাকা।
বাংলাদেশের হয়ে রেকর্ড গড়া ম্যাচে সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেছেন নাহিদা আক্তার।
এবারের এশিয়া কাপ মিশনে প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে হেরে হোঁচট খেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় জ্যোতিরা। থাইল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে প্রতিযোগিতায় টিকে থাকে টাইগ্রেসরা। আজ মালয়েশিয়ার বিপক্ষে বড় জয়ে সেমির মঞ্চে এক পা দিয়ে রাখল বাঘিনীরা।
সেমিফাইনালে বাংলাদেশের সামনে যে সমীকরণ
বি গ্রুপের শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে থাইল্যান্ড বড় ব্যবধানে না জিতলে শেষ চারে পৌঁছে যাবে টিম বাংলাদেশ। গ্রুপ পর্বে দুই জয় নিয়ে শ্রীলঙ্কার রান রেট ৪.২৪৩। এছাড়া দুই ম্যাচে এক জয়ে থাই মেয়েদের রেটিং পয়েন্ট ০.০৯৮। পাশাপাশি পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা বাংলাদেশের নেট রানরেট ১.৯৭১।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ১৯১/২ (২০)
টার্গেট : ১৯২ (২০)
মালয়েশিয়া : ৭৭/৮ (২০)
ফলাফল : বাংলাদেশ ১১৪ রানে জয়ী।
ক্রিফোস্পোর্টস/২৪জুলাই২৪/এসএ