Connect with us
ক্রিকেট

এশিয়া কাপ : প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

India W vs Bangladesh W
নারী এশিয়া কাপের প্রথম সেমিতে কাল ভারতকে মোকাবিলা করবে বাংলাদেশ। ছবি - সংগৃহীত

শ্রীলঙ্কায় চলমান নারী এশিয়া কাপের চার সেমিফাইনালিস্ট দলই ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেছে। যেখানে ফাইনালে ওঠার লড়াইয়ে দু’টি ম্যাচই একদিনে অনুষ্ঠিত হবে। কাল শুক্রবার দুপুরে (২৬ জুলাই) প্রথম সেমিফাইনালে ভারতকে মোকাবিলা করবে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ। এরপরই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কার প্রতিপক্ষ পাকিস্তান।

যদিও টুর্নামেন্টে গ্রুপ পর্বের শুরুটা মোটেই সুখকর ছিল না বাংলাদেশের জন্য। প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে আসর শুরু করে নিগার সুলতানা জ্যোতির দল। তবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে বড় ব্যবধানের জয়ে শেষ চারের দৌঁড়ে ভালোভাবেই টিকে থাকে বাংলাদেশের মেয়েরা।

তবে একটি শঙ্কার সম্ভাবনা তখনও বজায় ছিল। নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে যদি থাইল্যান্ড বড় ব্যবধানে হারিয়ে দিত তাহলে বাদ পড়ে যাওয়ার ভালো সম্ভাবনা ছিল টাইগ্রেসদের সামনে। কিন্তু সে রকম কোন কিছুই ঘটতে দেয়নি শ্রীলঙ্কান মেয়েরা। গতকাল বুধবার (২৪ জুলাই) শেষ ম্যাচে থাইল্যান্ডকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ চার নিশ্চিত করেছে স্বাগতিকেরা।

আরো পড়ুন : ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছে আর্জেন্টিনা

গ্রুপ পর্বে ৩ ম্যাচে অপরাজিত থেকে ৬ পয়েন্ট সংগ্রহ তাদের। শেষ চারে লঙ্কানদের প্রতিপক্ষ ‘এ’ গ্রপের দুইয়ে থাকা পাকিস্তান। অন্য দিকে, ‘বি’ গ্রুপের রানার্সআপ দল হিসেবে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শেষ চারে ওঠা বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে শক্তিশালী ভারতকে। ভারতও ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে অপরাজিত দল হিসেবে সেমিফাইনালে পা দিয়েছে।

আগামীকাল (শুক্রবার) মাঠে গড়ানো দুই সেমির প্রথমটিতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। এরপরই সন্ধ্যা সাড়ে ৭ টায় দ্বিতীয় সেমিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। দু’টি ম্যাচই অনুষ্ঠিত হবে ডাম্বুলার রানগিরি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

২৮ জুলাই শিরোপা নির্ধারণী ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে।

ক্রিফোস্পোর্টস/২৫জুলাই২৪/এমএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট