গ্রুপপর্ব, সুপার ফোর রাউন্ড সব মিলিয়ে ১২টি ম্যাচে শেষে এশিয়ার কাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও শ্রীলঙ্কা। কার হতে উঠবে এশিয়ার সেরা শিরোপা? সেই লড়াই বসবে শ্রীলঙ্কার কলম্বোতে। ফাইনালের লড়াইয়ে একাদশ কেমন হবে দুদলের, তা দেখতে অপেক্ষায় আছে ক্রিকেট বিশ্ব।
এবারের এশিয়া কাপে ফেভারিট থেকেও বিদায় নিয়েছে পাকিস্তান। চেষ্টা করেও ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। সুপার ফোরে পাকিস্তানকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে শ্রীলঙ্কা। পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে জায়গা করে নেয় টিম ইন্ডিয়া।
সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে লড়াই করেও হারে ভারত। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বিকাল সাড়ে ৩টায় মুখোমুখি হবে দাসুন শানাকা ও রোহিত শর্মার দল।
ফাইনালের আগেই দুই দলেই চোটের হানা দেখা দিয়েছে। ভারতের হয়ে খেলতে পারবেন না অক্ষর প্যাটেল ও শ্রীলঙ্কা পাবে না মাহেশ থিকসানাকে। এছাড়া বিশ্রামে যাওয়া ৫ ক্রিকেটারকে আজকের একাদশে নামাতে পারে ভারত।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ইষান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাজেদা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথা আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, দুনিথ ভেল্লালাগে, সাহান আর্চচিগে, প্রমোধ মাদুশান ও মাথিসা পাথিরানা।
আরও পড়ুন: এশিয়া কাপ: ফাইনালের আগে ভারত শিবিরে বড় ধাক্কা
ক্রিফোস্পোর্টস/১৭আগস্ট২৩/এজে