এশিয়া কাপের এবারের আসরে শুরুটা মলিন হলেও, আফগানদের বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সুপার ফোরে পা দেয় বাংলাদেশ। সেরা চারের মঞ্চে আবার ছন্দপতন, আয়োজক দেশ পাকিস্তানের মাটিতে শোচনীয় হারে সুপার ফোর যাত্রা শুরু করেছে সাকিববাহিনী।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে বর্তমানে এক নম্বরে থাকা পাকিস্তানের সামনে তাসের ঘরের মতো ধসে পড়ে বাংলাদেশের ইনিংস। বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৭ উইকেটের বিশাল জয় পায় বাবর আজমরা। বাংলাদেশের ১৯৩ রানের সহজ লক্ষ্য ৬৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।
ওয়ানডেতে শক্তিমত্তার জানান দেওয়া বাংলাদেশের হঠাৎ কী হলো? টাইগারদের শোচনীয় হারে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দুর্বলতা দৃশ্যমান হয়েছে।
ম্যাচ শেষে এ নিয়ে কথা বলেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। দলের এমন হারে সাকিব কাঠগড়ায় তুলেছেন ব্যাটারদের।
কাপ্তান সাকিব বলেন, শুরুতেই আমরা পিছিয়ে গেছি। এ উইকেটে প্রথম ১০ ওভারে আমরা ৪ উইকেট হারিয়েছি, এটা ঠিক হয়নি। একটা পার্টনারশিপ হয়েছিল, সেটা দীর্ঘ করা দরকার ছিল।
তিনি বলেন, পাকিস্তান বর্তমানে র্যাঙ্কিংয়ে ১ নম্বর দল। এছাড়া তাদের ৩ জন বিশ্বসেরা বোলার রয়েছে। যদিও ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে আমরা খুব খারাপ ব্যাট করেছি। কিন্তু তাদের বোলাররা ভালো করায় ব্যাটারদের কাজটা সহজ হয়ে গেছে।
এদিন শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ৩৯.৩ বল খেলে ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। ১৯ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন পাকিস্তানের পেসার হারিস রউফ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন অংক ছুয়েছেন মাত্র দুজন ব্যাটার। সাকিব ৫৭ বলে ৫৩, মুশফিক ৮৭ বলে ৬৪ রান করেন।
এদিকে আগামী ৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। ফাইনালে যেতে হলে সামনের ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই সাকিবদের।
আরও পড়ুন: এশিয়া কাপ: সুপার ফোরে বাংলাদেশের ৩টিসহ সব ম্যাচ কবে কোথায়?
ক্রিফোস্পোর্টস/৭সেপ্টেম্বর২৩/এসএ