সময় যত গড়াচ্ছে এশিয়া কাপ তত জমে উঠছে। বাংলাদেশের দুটি হার, শ্রীলঙ্কা ও পাকিস্তানের জয়, এরপর ভারতের কাছে নাস্তানাবুদ পাকিস্তান। এখন পয়েন্ট টেবিলের যে অবস্থা, তাতে করে কে কে ফাইনাল খেলবে তা বলা যাচ্ছে না। প্রতিটা দলেরই আশা বেঁচে রয়েছে।
দুটি ম্যাচ হারলেও কাগজে-কলমে টিকে আছে সাকিবরা। দুটি বড় হারের প নেট রানরেটে পিছিয়ে থাকলেও শেষ ম্যাচে ভারতকে বড় ব্যবধানে হারালে একটু আশার হালে পানি পাবে। তবে এক্ষেত্রে অন্য তিনদলের খেলার ফলাফলেও নজর রাখতে হবে।
শ্রীলঙ্কা যদি ভারত-পাকিস্তান দুই দলকে হারিয়ে দেয়। তখন শেষ ম্যাচে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতলে ফাইনাল খেলতে পারবে।ওই সময় বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের সমান একটি করে জয় থাকবে। এরপর দেখা হবে নেট রানরেট।
সোমবার রিজার্ভ ডেতে পাকিস্তানকে ২২৮ রানে হারিয়েছে ভারত। এই ম্যাচের পর একটি ম্যাচ খেলা ভারত ও শ্রীলঙ্কা পয়েন্ট তালিকার শীর্ষে আছে। রানরেটে ভারত অনেক এগিয়ে। কিছুটা পিছিয়েছে পাকিস্তান। তবে সুপার ফোরের বাকি ম্যাচগুলো কোনো একটি যদি বৃষ্টির কারণে ভেস্তে যায়, তাহলে বিদায়ের পথ ধরতে হবে হাথুরুর শিষ্যদের।
আরও পড়ুন: প্লেয়ার্স বায়োগ্রাফি: তারুণ্যদীপ্ত ক্রিকেটার তৌহিদ হৃদয়
ক্রিফোস্পোর্টস/১২সেপ্টেম্বর২৩/এজে