২০২২ কাতার বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। বিশ্বকাপ জিতেছিলেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি ও তার দল। স্বপ্নের সেই বিশ্বকাপ ট্রফি কোলে নিয়েই সে রাতে ঘুমান মেসি। আর সেই ছবি পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যম। এরপর বেশ ভাইরাল হয় এই বিশ্বকাপজয়ী অধিনায়কের কোলে ট্রফি নিয়ে ঘুমানোর ছবি।
মেসি শিরোপা জিতেছিলেন ২০২২ সালে। এরপর অনেকেই বড় কোনো শিরোপা জয়ের পর ট্রফি নিয়ে মেসিকে অনুকরণ করেন। তবে ট্রফি জয়ের প্রায় বছর দুয়েক সময় পেরিয়ে গেলেও এখনও ট্রেন্ডিংয়ে এই উদযাপন।
এবার মেসিকে অনুকরণ করেছেন বাংলাদেশের যুব এশিয়া কাপ জয়ী দলের ক্রিকেটাররা। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে হারিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের পর ট্রফি নিয়ে নানাভাবে উদযাপন করেন যুবারা। এরপর টিম হোটেলে গিয়ে টুর্নামেন্টে সেরা খেলোয়াড় ইকবাল হোসেন ইমন ও তার আরেক সতীর্থ পেসার মারুফ মৃধা মেসিকে অনুকরণ করে ছবি তোলেন। পরে এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম শেয়ারের পর রীতিমতো ভাইরাল।
আরও পড়ুন:
» বাংলাদেশকে হোয়াইটওয়াশের স্বাদ দিলো আয়ারল্যান্ড
» অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতে কত টাকা প্রাইজমানি পেল বাংলাদেশ?
ইমন তার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে ট্রফি কোলে নিয়ে ঘুমানোর ছবি পোস্ট করে লিখেছেন, ‘দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন’। আর মারুফ তার অ্যাকাউন্টে একই ধরণের ছবি পোস্ট করে লিখেছেন ‘আইকনিক’।
সম্প্রতি সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর বাংলাদেশ নারী দলের কয়েকজন ফুটবলাররাও একইভাবে শিরোপা নিয়ে ছবি। এর আগে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হোসেন শান্তও পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর একইভাবে ট্রফি নিয়ে ছবি তোলেন।
উল্লেখ্য, গতকাল রবিবার (৮ ডিসেম্বর) অনূর্ধ্ব- ১৯ এশিয়া কাপের ১১তম আসরের ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। যেখানে টুর্নামেন্টের সফলতম দলটিকে ৫৯ রানে হারিয়ে ব্যাক টু ব্যাক শিরোপা জয়ে করেছে লাল-সবুজের যুবা প্রতিনিধিরা।
ক্রিফোস্পোর্টস/৯ডিসেম্বর২৪/বিটি