Connect with us
ক্রিকেট

দেশে ফিরেছে এশিয়ার চ্যাম্পিয়নরা, বিমানবন্দরে বিসিবির কর্তারা

Crifo bangladesh cricket team
দেশে ফিরেছে এশিয়ার চ্যাম্পিয়নরা, বিমানবন্দরে সংবর্ধনা

জুনিয়র ক্রিকেটারদের হাত ধরে আবারও সাফল্যের মুখ দেখেছে দেশের ক্রিকেট। যুব বিশ্বকাপের পর টানা দুইবার এশিয়া কাপের শিরোপাও দেশে আনলো জুনিয়র টাইগাররা। শিরোপা নিয়ে গতকাল রাতে দেশে ফিরেছে আজিজুল হাকিম তামিমের বাহিনী। আর শিরোপাজয়ী দলকে বিমানবন্দরে বরণ করে নেন বিসিবির কর্তারা।

এর আগে রবিবার ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার এশিয়ান ক্রিকেটের সেরা হয় বাংলার যুবারা। ফাইনালে বাংলাদেশের দেওয়া ১৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ভারত করেছিল ১৩৯ রানে। শিরোপা জেতা ওই দল ও কোচিং স্টাফ সোমবার রাতেই দেশে ফিরেছেন।

শিরোপা নিয়ে দেশে ফেরা ক্রিকেটারদের মিষ্টিমুখ করান বিসিবির কর্তারা।

হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে রাত এগারোটাই অবতরণ করে যুব এশিয়া কাপ দলের বহণকারী বিমান। সেখানে উপস্থিত ছিলেন বিসিবির কয়েকজন পরিচালকরা। এদিকে বিসিবির থেকে সংবর্ধনা ডিনারের ব্যবস্থা থাকবে ক্রিকেটার কোচদের জন্য। আর ক্রীড়া মন্ত্রণালয় ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। তবে বিসিবির পক্ষ থেকে এখনো পুরস্কারের কোনো ঘোষণা আসেনি। তবে বিসিবি সভাপকি ফারুক আহমেদ দেশে ফিরলে হয়তো ঘোষণা হতে পারে পুরস্কারের পরিমাণ।

আরও পড়ুন:

» বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচসহ আজকের খেলা (১০ ডিসেম্বর ২৪)

» যে সমীকরণে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারবে ভারত

এর আগে গত বছর অবিস্মরণীয় মুহূর্ত দেশকে এনে দিয়েছিলেন মাহফুজুর রহমান রাব্বিরা। প্রথমবার শিরোপা জয়ের সেই স্বাদ পুরো দেশকে আবারও এনে দিল আজিজুল হক তামিমের দল। তবে এবার বেশি উৎসাহ ছিল ম্যাচটি ঘিরে। কেননা ফাইনালে প্রতিপক্ষ ছিল ভারত। যারা এশিয়া কাপে ৮ বারের চ্যাম্পিয়ন। আর প্রথম যুব বিশ্বকাপ জেতার পথেও ভারতের কিশোরদের হারিয়ে সোনালী ট্রফি এনেছিল আকবর আলীর দল।

ক্রিফোস্পোর্টস/১০ডিসেম্বর২৪/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট