Connect with us
ফুটবল

এশিয়ান কাপ ফাইনাল: চমক দেখানো জর্ডানকে থামাতে পারবে কাতার?

Asian Cup Final Qatar vs Jordan
এশিয়ান কাপ ফাইনাল: কাতার বনাম জর্ডান। ছবি: অপ্টা এনালিস্ট

এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর এশিয়ান কাপ ফুটবলের ফাইনাল আজ। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন কাতার এবং টুর্নামেন্টের চমক দেখানো দল জর্ডান। বাংলাদেশ সময় রাত নটায় শুরু হবে ম্যাচটি।

আর্জেন্টিনা ও মেসিবাহিনী যে মাঠ থেকে শিরোপা জিতেছিলো কাতারের সেই লুসাইল স্টেডিয়ামে নির্ধারণ হবে আগামী চার বছর এশিয়ান ফুটবলের মুকুট থাকবে কার মাথায়? চমক দেখানো জর্ডান কী শিরোপা নিয়ে থামবে? নাকি শক্তিশালী কাতারের কাছেই থাকবে সেরার মুকুট?

এবারের আসরে সবাইকে চমকে দিয়ে ফাইনালে উঠে এসেছে জর্ডান। গ্রুপ পর্বে তৃতীয় হয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেয় জর্ডান। নক আউট পর্বে ভিন্ন চেহারায় হাজির হয় তারা। এশিয়ার দুই পরাশক্তি ইরাক ও দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে দলটি। অথচ গত বছরও টানা ব্যর্থতায় সমালোচনার মুখে পড়েন জর্ডানের মরোক্কান কোচ হুসাইন আমোওটা। টানা ৭ ম্যাচে জয় নেই কোন, হেরেছে ৬টিতে। সেই দলটিই ইতিহাসে প্রথমবার নাম লিখিয়েছে এশিয়ান কাপের ফাইনালে।

যদিও ফাইনালে ফেভারিট কাতার। একদিকে স্বাগতিক দল তারা, অন্যদিকে টুর্নামেন্টেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ২০২২ বিশ্বকাপ আয়োজকরাও কঠিন পথ পাড়ি দিয়ে এসেছে ফাইনালে। ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নক আউট স্টেজে উঠে আসে তারা। কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তানকে টাইব্রেকারে হারায় স্বাগতকিরা। সেমিফাইনালে হট ফেভারিট ইরানকে টপকে শিরোপার লড়াইয়ে উঠে আসে কাতার।

আরও পড়ুন: মেসি হংকংয়ে না খেলায় টিকিটের অর্ধেক টাকা ফেরতের সিদ্ধান্ত

ক্রিফোস্পোর্টস/১০ফেব্রুয়ারি২০২৪/এজে/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল