এশিয়ান গেমস ক্রিকেটে মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ পৌঁছে গেছে বাংলাদেশ। মালয়েশিয়াকে দুইরানে হারিয়ে জয় পায় বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে জয়ের নায়েক ছিলেন আফিফ হোসেন। ব্যাট ও বল হাতে সমান তালে পারফর্ম করে দলকে জিতিয়েছেন তিনি।
চীনের হ্যাংজু পিংফেং ক্যাম্পাস ক্রিকেট মাঠে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় অধিনায়ক সাইফ হাসান।
শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পরে বাংলাদেশ। তিন রানের মাথায় পড়ে যায় তিনটি উইকেট। এরপর আফিফ হোসেন কিছুক্ষণ সাইফ হাসানকে সঙ্গ দিলেও সপ্তম ওভারের শেষ দিকে তিনিও আউট হয়ে যান।
এর মধ্যে তিনি ১৪ বলে ২৩ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। আর দলের হয়ে একমাত্র অর্ধশত পূর্ণ করেন অধিনায়ক সাইফ হাসান। এছাড়া শাহাদাত হোসেনের ২১ এবং জাকের আলীর ১৪ রানের উপর ভর করে ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১১৬ রান।
এই অল্প রান মোকাবেলা করতে গিয়ে শুরুটা খুব দারুণ করে বাংলার টাইগাররা। ১৮ রানের মাথায় তিনটি উইকেট তুলে নেয় তারা। তবে আস্তে আস্তে ঘুরে দাড়াতে থাকে মালয়েশিয়া। ১৫ তম ওভারে রিপন মন্ডল টানা দুই বলে দুইটি উইকেট তুলে নিলে ম্যাচ আবার বাংলাদেশের হাতের মুঠোয় চলে আসে।
তবে অপর প্রান্তে একাই লড়ে যাচ্ছিলেন ভিরন্দ্বীপ সিং। তার ব্যাটিং অবদানে মালয়েশিয়া প্রায় জিতেই যাচ্ছিলো। শেষ ওভারে প্রয়োজন ছিল মাত্র ৫ রান।
আফিফ হোসেন বল করতে এসে প্রথমেই তিনটি ডট দেন। চতুর্থ বলে আউট হয়ে যান ৩৯ বলে ৫২ রান করা ভিরন্দ্বীপ সিং। শেষ পর্যন্ত ১১৪ রানে থামে মালয়েশিয়ার ইনিংস। দুই রানে জয়লাভ করে বাংলাদেশ। ব্যাট হাতে ২৩ এবং বল হাতে ৩ উইকেট নিয়ে জয়ের নায়ক আফিফ হোসেন।
আগামী ৬ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৭ টায় প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিনে দ্বিতীয় সেমিফাইনালে বেলা ১২ টায় পাকিস্তানের মুখোমুখি হবে আফগানিস্তান।
আরও পড়ুন: বিশ্বকাপে সুযোগ কাজে লাগাতে চান আত্মবিশ্বাসী তানজিদ তামিম
ক্রিফোস্পোর্টস/৪অক্টোবর২৩/বিটি/এসএ