এশিয়ান গেমস নারী ক্রিকেটে পদক জয়ের দ্বারপ্রান্তে রয়েছে বাংলাদেশ। ভারতের নারী দলের কাছে হেরে ফাইনালে যাওয়া থেকে ছিটকে গেলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের সুযোগ পায়। টি-টুয়েন্টি ফরম্যাটের এই ম্যাচে জিতলেই ব্রোঞ্জ পাবে বাংলাদেশ। সেই লক্ষ্যে পৌঁছাতে মাত্র ৬৫ রান লাগবে সোবহানা মোস্তারিদের।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে চীনের ঝেইজ্যাং বিশ্ববিদ্যালয়ের মাঠে টস জিতে আগে ফিল্ডিং নেয় বাংলাদেশ। বল হাতে দারুণ প্রতিদান দেন বোলাররা। পাকিস্তানকে ৬৪ রানে থামিয়ে দিয়েছে নিগার সুলতানার বোলাররা। মাত্র ৬৫ রান করলেই এশিয়ার অলিম্পিক থেকে ব্রোঞ্জ নিয়ে ফিরতে পারবেন বাঘিনীরা।
এদিন পাকিস্তানের হয়ে আলিয়া রিয়াজ ১৭, নিদা দার ১৪, সাদাফ শামস ১৩ এবং নাতালিয়া পারভেজ ১১ রান করেন। বাকিদের রান উল্লেখযোগ্য নয়। বাংলাদেশের হয়ে বল হাতে দারুণ ভেলকি দেখান স্বর্ণা আক্তার। ১৬ রান খরচায় নেন ৩টি উইকেট। সানজিদা ২টি এবং মারুফা, নাহিদা ও রাবেয়া একটি করে উইকেট নেন।
আরও পড়ুন: বাংলাদেশের ব্রোঞ্জ জয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ক্রিফোস্পোর্টস/২৫সেপ্টেম্বর২৩/এজে