এশিয়ান গেমসে আজ ইতিহাস গড়ার খুব কাছে ছিলেন এ্যাথলেট ইমরানুর রহমান। সুযোগ ছিল বাংলাদেশের প্রথম কোনো ক্রীড়াবিদ হিসেবে ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালে ওঠার। কিন্তু সেমিফাইনালের প্রথম হিটে আট জনের মধ্যে ষষ্ঠ হওয়ায় এবারে তা আর সম্ভব হবে না।
সেমিফাইনালে ওঠা মোট ২৪ জন স্প্রিন্টার ৩টি হিটে অংশ নেবেন। প্রতি হিটের প্রথম ২ জন স্প্রিন্টার এবং অবশিষ্ট স্প্রিন্টারদের মধ্যে সর্বোচ্চ টাইমিংধারী ২ জন ফাইনালে খেলার সুযোগ পাবেন। ইমরান তার হিটে ষষ্ঠ হওয়ায় আর ফাইনালে খেলতে পারবেন না।
আজ সেমিফাইনালের হিটে তিনি সময় নিয়েছেন ১০.৪২ সেকেন্ড যা গতকালকের প্রথম রাউন্ডের চেয়ে ০.০২ সেকেন্ড কম। এরপরও ষষ্ঠ হওয়ায় তার আর ফাইনালে খেলার সম্ভাবনা নেই। ইমরানের ব্যক্তিগত সেরা টাইমিং হলো ১০.১১ সেকেন্ড। আজ ইমরান তার সেরা টাইমিং করতে পারলে ফাইনালে খেলতে পারতেন।
আরও পড়ুন: বিশাল রান করেও প্রস্তুতি ম্যাচে মুখ থুবড়ে পড়লো পাকিস্তান
ক্রিফোস্পোর্টস/৩০সেপ্টেম্বর২৩/এমএস/এসএ