Connect with us
ক্রিকেট

এশিয়ান গেমস : সেমিফাইনালে কাল মাঠে নামবে ভারত-বাংলাদেশ

এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশ ও ভারত
এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশ বনাম ভারত। ছবি- গুগল

উপমহাদেশে ক্রিকেট যেন এক উন্মাদনার নাম। ভারতে অনুষ্ঠিত ২০২৩ বিশ্বকাপে সেই উন্মাদনা বেড়ে গেছে আরও বহুগুণ। এর মধ্যেই আগামীকাল এশিয়ান গেমস ক্রিকেটের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ভারত-বাংলাদেশ।

বর্তমানে এই দুই প্রতিবেশী ক্রিকেটে মুখোমুখি হলেই এক চরম উত্তেজনার আবহ তৈরি হয়। চীনে অবশ্য ক্রিকেটের তেমন দর্শকপ্রিয়তা না থাকলেও এই দুই দল ম্যাচটির জন্য মুখিয়ে আছে।

এর আগে কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। হারতে বসা ম্যাচে আফিফ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে সে যাত্রায় রক্ষা পায় তারা। ম্যাচে মাত্র ১১৬ রান তুলেছিল লাল সবুজ বাহিনী। অন্য দিকে ভারত তাদের প্রথম ম্যাচে রান করে দুইশ’র বেশি।

তাই বোঝাই যাচ্ছে, ব্যাটিং সহায়ক উইকেট হলে বড় ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের ব্যাটারদের সামনে। সেমিফাইনালের ম্যাচ ঘিরে বাংলাদেশ দলের কোচ ডেভিড হ্যাম্প বলেন, দলের ক্রিকেটারদের নিয়ে আমি আত্মবিশ্বাসী। কাগজে কলমে ভারত অবশ্যই এই আসরের সবচেয়ে শক্তিশালী দল। তবে আমার ছেলেরাও তাদের ছেড়ে কথা বলবে না। ভারতের বিপক্ষে ম্যাচে আমি তাদের নিয়ে আশাবাদী।

কোয়ার্টারের ফলাফল নিয়ে হ্যাম্প বলেন, ম্যাচে আমাদের কিছু ভুল সিদ্ধান্ত ছিল। তবে তা শুধরে নিয়ে ভারতের বিপক্ষে ভালো খেলতে আমরা প্রত্যয়ী। টি-টোয়েন্টি খেলাটাই এমন, অল্প ব্যবধানেই এখানে জয়-পরাজয় নির্ভর করে।

দলের ওপেনার মাহমুদুল হাসান জয় বলেন, এই ম্যাচে আমাদের লক্ষ্য থাকবে ভালো ক্রিকেট খেলা। এজন্য আমাদের টপ অর্ডারদের ভালো পারফর্ম করতে হবে।

উল্লেখ্য, ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ভারতকে হারানোর সুখস্মৃতি আছে বাংলাদেশের। সেই দলের বেশ কিছু ক্রিকেটার আছে এশিয়াড স্কোয়াডে। এ সম্পর্কে দলের ওপেনার জয় বলেন, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে হারানোর স্মৃতি আছে আমাদের। সেই জয় আগামীকালের ম্যাচে আমাদের জন্য অবশ্যই অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭ টায় চীনের জিজিয়াং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ।

আরও পড়ুন: ‘এই মুখ আর দেখাবো না’

ক্রিফোস্পোর্টস/৫অক্টোবর২৩/এমএস/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট