Connect with us
প্লেয়ার্স বায়োগ্রাফি

মার্টিনেজের বেশে বাংলাদেশের জয়ের নায়ক আসিফ (ভিডিও)

Crifo MARTINEZ
এমিলিয়ানো মার্টিনেজের বেশে বাংলাদেশের জয়ের নায়ক আসিফ

টাইব্রেকারে বীরত্ব দেখিয়ে গোলকিপার দলের জন্য জয় ছিনিয়ে এনেছেন। শেষবার এমন দৃশ্য কখন দেখছেন? বলছি, খুব বেশি দূরে যেতে হবে না। ২০২৪ সালে কোপা আমেরিকার সেমিফাইনালে এমিলিয়ানো মার্টিনেজের বীরত্বে উরুগুয়েকে টাইব্রেকারে হারিয়ে জয় ছিনিয়ে নেয় আর্জেন্টিনা।

মঞ্চ এবারও সেমিফাইনাল। তবে পার্থক্য কেবল চরিত্র ও টুর্নামেন্টে। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন্সশিপে এমি মার্টিনেজকেই যেন অনুকরণ করলেন বাংলাদেশের গোলরক্ষক আসিফ। সেমিফাইনালে নির্ধারিত সময়ে ১-১ গোলের সমতা শেষে টাইব্রেকারে গড়ানো ম্যাচে আসিফের বীরত্বে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।

অথচ আসিফের একাদশে সুযোগ পাওয়াও ছিল নাটকীয়তায় ভরপুর। নিয়মিত অধিনায়ক ও গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ ম্যাচ চলাকালীন ভারতের একটি আক্রমণ ঠেকাতে গিয়ে মাথায় আঘাত পান, পরে হাসপাতালেও যেতে হয়েছে তাকে। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটের সময় শ্রাবণের বদলি হিসেবে মাঠে নামেন আসিফ। সেই আসিফ শেষ পর্যন্ত বনে যান বাংলাদেশের জয়ের নায়ক।

আরও পড়ুন:

» সাফের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-নেপাল, খেলা দেখবেন যেভাবে

» সাফের শিরোপা জিতে দেশে ফিরতে চায় বাংলাদেশ

টাইব্রেকারে ভারতের গাংতের নেয়া প্রথম শট রুখে দেন বাংলাদেশ গোলরক্ষক আসিফ। অন্যদিকে বাংলাদেশের হয়ে প্রথম শট জালে পাঠান পিয়াস নোভা। দ্বিতীয় শটে ভারতের প্রাম্ভির ও বাংলাদেশের মনিরুল ইসলাম লক্ষ্যভেদ করেন। তৃতীয় ও চতুর্থ শটে দুই দলের খেলোয়াড়ই বল জালে পাঠান। শেষ শট নিতে আসেন ভারতের আকাশ তিরকি। সেই শটটি ঠেকিয়ে দিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন আসিফ। এতে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানের জয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।

বেঞ্চ থেকে উঠে কিভাবে বাংলাদেশের জয়ের নায়ক হয়েছিলেন আসিফ, এর পেছনে রয়েছে তার মানসিক শক্তি। আসিফ বলেছেন, ‘ভারতের বিপক্ষে খেলতে নামার আগে মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত ছিলাম। মাঠে নামলেই যেন নিজেদের মেলে ধরতে পারি, মানসিক প্রস্তুতিটা সে কারণেই। ভারতের বিপক্ষে ম্যাচটা যেকোনো মূল্যে জিততে চেয়েছিলাম। তাই আমরা মাঠে ও বেঞ্চের সবাই দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম।’

আরও পড়ুন:

» আল হিলালের ম্যাচসহ আজকের খেলা (২৮ আগস্ট ২৪)

» ফ্রি কিক থেকে রোনালদোর গোল, বড় জয় পেল আল নাসর

অবশ্য একদিনেই বাংলাদেশের গোলবারের প্রহরী হয়ে ওঠেননি আসিফ। এর পেছনে রয়েছে অগাধ শ্রম। বাফুফের এলিট একাডেমির গোলকিপার ছিলেন আসিফ। গত বছর এলিট একাডেমির ১০ জন তরুণ উদীয়মান ফুটবলারের জন্য যে নিলামের আয়োজন করেছিল বাফুফে, তাতে সর্বোচ্চ ১৩ লাখ টাকার দামী খেলোয়াড় হিসেবে খবরের শিরোনাম হয়েছিলেন তিনি। এই মূল্যে আসিফকে কিনে নিয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আসিফকে কিনে কিংস যে ভুল কিছু করেনি ভারতকে হারিয়ে তারই প্রমাণ দিলেন আসিফ।


২০১৫ সালে শুরু হওয়া সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে বাংলাদেশ সেমিফাইনাল খেলে। এরপর টানা তিন আসরে ফাইনাল খেলেলেও শিরোপা ঘরে তুলতে পারেনি বাংলাদেশ। অন্যদিকে ভারত ছিল গত তিন আসরের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন। তাই ভারতকে সেমিফাইনালে হারানোর পর স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে বাংলাদেশ। আগামী ২৮ আগস্ট নেপালকে হারিয়ে শিরোপা নিয়েই ঘরে ফিরতে চাইবে লাল-সবুজের প্রতিনিধিরা।

ক্রিফোস্পোর্টস/২৮আগস্ট২৪/টিএইচ/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in প্লেয়ার্স বায়োগ্রাফি