Connect with us
ক্রিকেট

আসিফ মাহমুদকে অভিনন্দন জানাল বিসিবি ও বাফুফে

Asif Mahmud was congratulated by BCB and BFF
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফকে বিসিবি ও বাফুফের অভিনন্দন। ছবি- সংগৃহীত

বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। অন্তবর্তীকালীন সরকারের অধীনে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। দেশের ক্রীড়াঙ্গনের দায়িত্ব পাওয়ার পর তাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আজ শুক্রবার (৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে আসিফকে অভিনন্দন বিসিবি। বিসিবি জানায়, ‘অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত হওয়ায় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অভিনন্দন।’

তারা আরও জানায়, ‘বিসিবি বিশ্বাস করে যে, জনাব ভুঁইয়া তার একাগ্রতা এবং প্রতিশ্রুতি দিয়ে দেশের ক্রীড়াঙ্গনের উন্নতিতে নতুন ভূমিকায় দৃষ্টান্তস্বরূপ নেতৃত্ব ও মতাদর্শ তৈরি করবেন। বাংলাদেশের খেলাধুলার একটি গুরুত্বপূর্ণ সময়ে তার নিয়োগ হয়েছে এবং বিসিবি প্রতিটি ক্ষেত্রে তার সাফল্য কামনা করে। বাংলাদেশের ক্রিকেটের উন্নতির জন্য একসঙ্গে কাজ করে লক্ষ্য অর্জন করতে মুখিয়ে আছে বিসিবি।’

আরও পড়ুন:

» গুজবে কান না দেওয়ার আহ্বান জানালেন লিটন

» ছাত্র আন্দোলন যেভাবে ক্রীড়াঙ্গন ছুঁয়ে গেল 

এদিকে বাফুফে তাদের অফিশিয়াল ফেসবুক পেজে আসিফকে অভিনন্দন জানিয়ে লিখেছে, ‘অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হওয়ায় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে অভিনন্দন। এই দায়িত্বে তার সাফল্য কামনা করছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে শুভকামনা রইলো।’

এর আগে দ্বাদশ জাতীয় সংসদে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। তবে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পরই দ্বাদশ জাতীয় সংসদ বাতিল ঘোষণা করা হয়। এর ফলে মন্ত্রিত্ব বাতিল হয় তার। আর সদ্য গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে পাপনের জায়গায় দায়িত্ব পালন করবেন আসিফ মাহমুদ।

ক্রিফোস্পোর্টস/৯আগস্ট২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট