ভারতের বিপক্ষে গোলপোস্টের নিচে আস্থার প্রতিদান দিয়েছেন গোলরক্ষক আসিফ। সেমিফাইনালে ম্যাচ টাইব্রেকারে গড়ালে আসিফ তার বিশ্বস্ত গ্লাভসে দলকে জয়ের বন্দরে ভিড়িয়ে ভারতকে বিদায় করেছিল সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপ থেকে। এবার ফাইনালেও দারুন গোলকিপিং করে শিরোপা জয়ের পাশাপাশি টুর্নামেন্টের গোল্ডেন গ্লাভস জিতলেন তিনি।
আজ বুধবার (২৮ আগস্ট) কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে স্বাগতিক নেপালের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ যুবারা। যেখানে স্বাগতিকদের ৪-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা।
শুরু থেকে গোল পোস্ট দারুন ভাবে সামলে আসছিলেন আসিফ। ম্যাচের মাত্র ৮ মিনিটে প্রতিপক্ষের দারুন একটি দূরপাল্লার জোরালো শট ঠেকিয়ে দেন এই গোলরক্ষক। গোটা ম্যাচে এমন একাধিক বিপদ থেকে বাংলাদেশকে রক্ষা করেন এই তরুণ গোলকিপার। যার ফলে শুরুতে গোল হজম করতে হয়নি সফরকারীদের।
অথচ এই টুর্নামেন্টে হয়তো মাঠে নামায় হতো না আসিফের। নিয়মিত অধিনায়ক ও গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ ম্যাচ চলাকালীন ভারতের একটি আক্রমণ ঠেকাতে গিয়ে মাথায় আঘাত পান, পরে হাসপাতালেও যেতে হয়েছে তাকে। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটের সময় শ্রাবণের বদলি হিসেবে মাঠে নামেন আসিফ।
তারপর থেকেই দলের অন্যতম ভরসার নাম হয়ে ওঠেন তিনি। সেই ম্যাচেই টাইব্রেকারে ভারতের গাংতের নেয়া প্রথম শট রুখে দেন বাংলাদেশের এই গোলরক্ষক। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-৩ ব্যবধানের জয়ে ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। এবার ফাইনালে দারুন পারফরম্যান্স দেখিয়েছেন এই ফুটবলার।
এর আগে গত বছর এলিট একাডেমির ১০ জন তরুণ উদীয়মান ফুটবলার নিয়ে নিলামের আয়োজন করেছিল বাফুফে। সেখানে সর্বোচ্চ ১৩ লাখ টাকায় এই তরুণ ফুটবলারকে দলে নিয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল বসুন্ধরা কিংস। এবার সেই কিংস ফুটবলার বাগিয়ে নিলেন সাফ চ্যাম্পিয়নশিপের গোল্ডেন গ্লাভস।
আরও পড়ুন: প্রথমবার সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন, সর্বোচ্চ গোল মিরাজুলের
ক্রিফোস্পোর্টস/২৮আগস্ট২৪/এফএএস