আজ বিকেল ৪ টায় পর্দা উঠতে যাচ্ছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবাবের নারী বিশ্বকাপ বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তা ব্যবস্থা কমতি থাকার কারণে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে এবারের বিশ্বকাপ। তবে দেশে এই আসর না বসলেও আয়োজক দেশ বাংলাদেশ।
বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল বিশ্বকাপ শুরু পূর্বে ভেন্যু ও আইসিসি অ্যাকাডেমির কার্যক্রম পরিদর্শন করতে সংযুক্ত আরব আমিরাত সফর করছেন এবং বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমও আছেন তাদের সঙ্গে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল ফেসবুক পেজে এই বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে বলা হয়েছে, ‘সম্প্রতি এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে আইসিসি ক্রিকেট একাডেমির কার্যক্রম পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল। তখন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম এবং বিসিবি ও এমিরেটস ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা তাদের সাথে উপস্থিত ছিলেন।’
আরও পড়ুন: লা লিগার পর চ্যাম্পিয়ন্স লিগেও হোচট খেল রিয়াল মাদ্রিদ
ক্রীড়া উপদেষ্টা আসিফের ভেরিফায়েড ফেসবুক পেজেও দুবাই যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে , ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া নারী বিশ্বকাপের আয়োজক বিসিবির আমন্ত্রণে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের সুযোগ-সুবিধা এবং বিশ্বকাপের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন।
ক্রিফোস্পোর্টস/০৩ অক্টোবর ২৪/এইচআই