বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএল ২০২৫ এর প্লেয়ার্স ড্রাফট শুরু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে চলছে এই নিলাম।এবার ৭টি দল বিপিএলে অংশ নিচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর। এবার অংশ নিচ্ছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
ইতোমধ্যেই শেষ হয়েছে দেশি খেলোয়াড়দের দুই সেটের ড্রাফট। এরপর শুরু হয়েছে বিদেশি খেলোয়াড়দের ড্রাফট। পাকিস্তানি ওপেনার সাইম আইয়ুবকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। আকিফ জাভেদকে দলে টেনেছে রংপুর। পাকিস্তানি পেসার মোহাম্মদ হাসনাইনকে দলে ভিড়িয়েছে খুলনা টাইগার্স। যুক্তরাজ্যের দুই খেলোয়াড় জেমস ফুলার ও গ্রাহাম ক্লার্ক গিয়েছেন বরিশাল ও চট্টগ্রামে।
আরও পড়ুনঃ ফিনল্যান্ডের জালে গোল উৎসব করে জয়ে ফিরল ইংল্যান্ড
এরপর শুরু হয় রাউন্ড ২। এ রাউন্ডে সব সবচেয়ে বড় নাম পাথুম নিশাঙ্কা। লঙ্কান এই আগ্রাসী ব্যাটারকে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল নিজেদের শিবিরের যুক্ত করেছে। আয়ারল্যান্ডের অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার এই রাউন্ডে দলে নিয়েছে রংপুর রাইডার্স। আফগানিস্তানের সামিউল্লাহ শেনওয়ারিকে দলে টেনেছে সিলেট।
এক নজরের বিদেশি খেলোয়াড়রা কে কোন দলে জায়গা পেলো
সাইম আইয়ুব (পাকিস্তান)- ঢাকা ক্যাপিটালস
আকিফ জাভেদ (পাকিস্তান)- রংপুর রাইডার্স
মোহাম্মদ হাসনাইন (পাকিস্তান) – খুলনা টাইগার্স
জেমস ফুলার (ইংল্যান্ড) – ফরচুন বরিশাল
গ্রাহাম ক্লার্ক (যুক্তরাজ্য) – চিটাগাং কিংস
সাদ নাসিম (পাকিস্তান) – দুর্বার রাজশাহী
রাকিম কর্নওয়াল (ওয়েস্ট ইন্ডিজ) – সিলেট স্ট্রাইকার্স
পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা) – ফরচুন বরিশাল
ক্রিফোস্পোর্টস/১৩অক্টোবর ২৪/এইচআই