উয়েফা চ্যাম্পিয়নলিগের নতুন ফরম্যাটে ইউরোপীয় ক্লাবগুলোর মধ্যে বেড়েছে ব্যস্ততা। সেই সঙ্গে ক্লাবগুলোর ম্যাচসংখ্যা বৃদ্ধি পাওয়ায় বেড়েছে খেলোয়াড়দের ইনজুরির পরিমাণও। যদিও চলতি মৌসুমের আগে থেকেই ইনজুরি ইস্যুতে উয়েফা কতৃপক্ষকে জানিয়েছে আসছিল ক্লাবগুলো। নতুন ফরম্যাটের এই শিডিউলে এবার বিপাকে ম্যানসিটি। ১৮ বছরের ইতিহাসে এই প্রথম টানা ৪ ম্যাচ পরাজয় বরণ করতে হয়েছে এই ক্লাবটিকে। শুধু তাই নয় ক্লাবটির কোচ কিংবদন্তি ফুটবলার পেপ গার্দিওলার কোচিং ক্যারিয়ারে যা প্রথম।
গতকাল (শনিবার) ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে ২-১ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি। যদিও প্রথমার্ধে অ্যার্লিং হ্যালান্ডের গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে উল্টো জোড়া গোল খেয়ে ম্যাচ হেরে বসে ম্যানসিটি। ম্যানসিটি এমন ঘটনার সাক্ষী হয়েছিল সবশেষ ২০০৬ সালে। সেইবার কোচ ছিল স্টুয়ার্ট পিয়ার্স। এমন বাজে হারের ২ বছর পর দলটার মালিকানা কিনে নেয় আমিরাতের ধনকুবের শেখ মানসুর।
অন্যদিকে কিংবদন্তি ফুটবলার এবং বর্তমানের সফল কোচদের একজন পেপ গার্দিওলাও ২০০৬ সালের পর নিজের কোচিং ক্যারিয়ারে এতটা বাজে সময় পার করেননি। ম্যানসিটিতে যোগ দেওয়ার আগে গার্দিওলা বার্সেলোনা এবং বায়ার্ন মিউনিখেও কাজ করেছেন। কিন্ত সেখানে সিনিয়র পর্যায়ের ফুটবলে কখনও টানা ৪ ম্যাচ হারতে হয় নি গার্দিওলাকে। ম্যানসিটিতেই এমন লজ্জায় পড়তে হলো পেপ গার্দিওলাকে।
এর আগে ২০১৩-২০১৪ মৌসুমে যখন বায়ার্ন মিউনিখের হয়ে কোচিং করাতেন তখন টানা ৩ ম্যাচো হারের মুখ দেখতে হয়েছিল গার্দিওলাকে। সেইবার জার্মান কাপে টাইব্রেকারে হেরে টানা তৃতীয় ম্যাচ হারের স্বাদ পায়। তবে এবার কি সিটিতে ফুরিয়ে গার্দিওলার সময়? সিটিকে টানা চারবার শিরোপা জেতানো কোচকে কি আর চাচ্ছে না ম্যানসিটির সমর্থক? এমন প্রশ্নের জবাবে কোচ বলেন, ‘না বিষয়টা মোটেও তেমন নয়, আসলে আমরা এর আগে অনেক জিতেছি, কিন্তু বর্তমানে ইনজুরি সমস্যার কারণে অনেক পাচ্ছি না। তবে আমি আমার হাতে থাকা স্কোয়াড নিয়ে সর্বোচ্চ চেষ্টা করবো।’
ব্যস্ত সূচির কারনে ম্যানসিটিতে বেড়েছে ইনজুরির আক্রান্ত খেলোয়াড়দের সংখ্যা। সদ্য ব্যালন ডি’অর জয়ী রদ্রি এসিএল ইনজুরিতে ছিটকে গেছে। এছাড়াও আগে থেকেই মাঠের বাইরে আছে চারজন সেন্টারব্যাক রুবেন দিয়াজ, জন স্টোন্স, ম্যানুয়েল অ্যাকাঞ্জি এবং নাথান এ্যাকে। এছাড়াও ইনজুরিতে রয়েছে কাইল ওয়াকার, জ্যাক গ্রিলিশ, জেরেমি ডকু এবং অস্কার ববরা। যদিও ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছে কেভিন ডি ব্রুইনা। কিন্তু তিনিও পুরোপুরি ফিট না।
এমন পরিস্থিতির জন্য ব্যস্ত সূচি তে দায়ী করলেন ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা। তিনি বলেন, ‘আমরা জয়ের জন্য চেষ্টা করবো। জানি ব্যস্ত সূচিতে আগের মোমেন্টামে ফেরা কঠিন। তবে খেলোয়াড়রা ইনজুরিমুক্ত হলেই সেটা সম্ভব হবে অনেকটা। সাত বছরে ছয়টা শিরোপা জিতেছি আমরা একটা শিরোপা অন্যরা পেলে কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না।’
উল্লেখ্য চার ম্যাচ হারের পর জয়ের ধারায় ফিরতে আগামী ২৩ নভেম্বর টটেনহ্যামের বিপক্ষে মাঠে নামবে ম্যানসিটি।
আরো পড়ুন : পাকিস্তানে যেতে আপত্তি ভারতের, লাহোরের অনুষ্ঠান স্থগিত করলো আইসিসি
ক্রিফোস্পোর্টস/১০নভেম্বর২৪/এসআর